হোম > সারা দেশ > বরিশাল

পটুয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে মালয়েশিয়া প্রবাসী নিহত 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে সাইদুর রহমান দুলাল (৩৫) নামের এক মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু হয়েছে। এ সময় তাঁর স্ত্রী সানজিদা বেগম ও শিশু সন্তান আরিয়ান গুরুতর আহত হয়। গতকাল বুধবার রাত ৯টার দিকে কলাপাড়া-কুয়াকাটার মহাসড়কের সিক্স লেন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

নিহত সাইদুর রহমান বরগুনার আমতলী উপজেলার চলাভাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের হুমায়ুনের কবির মোল্লার ছেলে। তিন দিন আগে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাইদুর রহমান মোটরসাইকেলে চেপে স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের শ্বশুর বাড়ি থেকে পার্শ্ববর্তী উপজেলা আমতলী চলাভাঙ্গায় নিজের গ্রামে যাচ্ছিলেন। কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের সিক্সলেন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মহিষবোঝাই একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তাঁরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালে পাঠান। বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক সাইদুর রহমানকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ওসি আলী আহমেদ বলেন, দুর্ঘটনায় প্রবাসী নিহত হওয়ার পাশাপাশি দুজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিকে হাসপাতাল থেকে তাঁর বাড়ি বরগুনার আমতলীতে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় পিকআপটি জব্দ করা হয়েছে।

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু