হোম > সারা দেশ > ভোলা

ভোলায় খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু 

ভোলা প্রতিনিধি

ভোলার দৌলতখান উপজেলায় খালের পানিতে ডুবে মো. জিহাদ (৩) ও কনিকা (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুই শিশু সম্পর্কে ফুপাতো ভাই-বোন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে দৌলতখান উপজেলার বিচ্ছিন্ন চর মেদুয়া ইউনিয়নের চর নেয়ামতপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। তারা ওই গ্রামের মৃত মহিউদ্দিন ও গিয়াসউদ্দিনের সন্তান।

ভোলা সদর হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশ সদস্য মো. মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের পরিবারের বরাত দিয়ে মেদুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার মো. মাকসুদুর রহমান ও দৌলতখান থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ জানান, নিহতের বাড়ি ওই চরের একটি খালের পাশে। সকাল ১০টার দিকে নিহত জিহাদ ও কনিকা সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশে খালে চলে যায়। এ সময় অসাবধানতাবশত খালের পানিতে পড়ে ডুবে যায়। সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় এক জেলে জিহাদের মরদেহ খালের পানিতে ভাসতে দেখেন। তাৎক্ষণিক চারদিকে ডাক-চিৎকার শুরু হলে জিহাদের মা তার (জিহাদের) মরদেহ খাল থেকে উদ্ধার করার সঙ্গে সঙ্গে একই জায়গায় ভেসে ওঠে বোন কনিকার মরদেহও।

পরে তাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন রোববার বিকেলে আজকের পত্রিকাকে জানান, এ ঘটনায় দৌলতখান থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশু দুইটির মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ