হোম > সারা দেশ > বরিশাল

আ.লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল প্রেসক্লাবে বৈষম্যবিরোধীদের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি না, তার সিদ্ধান্ত দেবে ইসি—প্রধান উপদেষ্টার এমন বক্তব্য প্রত্যাহারের দাবি করেছেন বরিশাল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আজ রোববার বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ফিরে আসলে আমরা এ দেশে থাকতে পারব না। জুলাই যোদ্ধাদের নিরাপত্তার জন্য জুলাই সনদ অবশ্যই ঘোষণা দিতে হবে। কয়েকটি রাজনৈতিক দল এ ঘোষণা নিয়ে টালবাহানা করছে। এমনকি বিএনপি ক্ষমতায় গেলে জুলাই ঘোষণাপত্র রাখবে কি না, তা নিয়েও সন্দেহ আছে। জুলাই ঘোষণাপত্র আদায় করতে প্রয়োজনে ছাত্র-জনতা আবারও রাস্তায় নেমে আসবে।’

সাব্বির বলেন, ‘আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বক্তব্য আন্দোলনে শহীদ, আহতদের পরিবারসহ জুলাই যোদ্ধাদের ব্যথিত করেছে। প্রধান উপদেষ্টা তাঁর মনগড়া বক্তব্য দিচ্ছেন। তাঁকে বক্তব্য প্রত্যাহার করতে হবে।’

তিনি আরও বলেন, পদ স্থগিত হওয়া সিনিয়র যুগ্ম সদস্যসচিব মারজুক আবদুল্লাহর সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক নেই। গত ২০ মে মারজুকের পদ স্থগিত করা হয়েছে। সংগঠনের সবাইকে তাঁর থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তাঁর পদ বহাল করা হয়নি। এ সময় সংগঠনের জেলা নেতারা উপস্থিত ছিলেন।

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫