হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে আধিপত্যের জেরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে আধিপত্যের জেরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা। ছবি: আজকের পত্রিকা

আধিপত্য বিস্তারের জেরে বরিশালে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মো. সুরুজ গাজী (৩৬) নামের এক যুবদল নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার নগরীর কাউনিয়া হাউজিং শেরেবাংলা মাধ্যমিক স্কুলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও একজন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মো. সুরুজ গাজী হাউজিং এলাকার কাঞ্চন গাজীর ছেলে এবং নগরীর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি টেইলারিং ব্যবসার সঙ্গে জড়িত। আহত নয়ন গাজী একই এলাকার তসলিম গাজীর ছেলে।

স্থানীয় বাসিন্দা ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক উলফত রানা রুবেল বলেন, প্রতিবাদ করতে গিয়ে সুরুজ ভাই খুন হয়েছেন। কাউনিয়া হাউজিং এলাকার বাসিন্দা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. শাহীনের সঙ্গে আজ (রোববার) রাত ৮টার দিকে যুবদল নেতা সুরুজের হাতাহাতি হয়। কিছু সময় পর শাহীনের নেতৃত্বে তাঁর ছেলে ইমনসহ কয়েকজন এসে সুরুজকে এলোপাতাড়ি কোপান।

সুরুজকে রক্ষায় নয়ন এগিয়ে গেলে তাঁকেও কোপানো হয়। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক সুরুজকে মৃত ঘোষণা করেন।

ওসি নাজমুল নিশাত বলেন, তুচ্ছ ঘটনার জেরে এক পক্ষ আরেক পক্ষকে কুপিয়েছে। সুরুজ নামের একজন নিহত হয়েছেন। অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে। নিহতের পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ