হোম > সারা দেশ > বরিশাল

২ ভুয়া চিকিৎসককে ১৫ দিনের কারাদণ্ড

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

অনুমানের ওপর ভিত্তি করে মানুষকে চিকিৎসা দেওয়া অবস্থায় দুজন ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। আটকের পর ভ্রাম্যমাণ আদালত তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেন। আজ মঙ্গলবার সকালে তাঁদের চাঁদপুর কারাগারে পাঠানো হয়েছে। 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাঁদের আটক করা হয়। গতকাল সোমবার সন্ধ্যায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ। 

জানা যায়, আটক দুজনকে ভ্রাম্যমাণ আদালত ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাঁরা বৈধ চিকিৎসক হিসেবে কোনো সনদপত্র দেখাতে পারেননি। তাঁদের কাছ থেকে বিপুলসংখ্যক হোমিওপ্যাথিক ওষুধ ও হিটিং মেশিন জব্দ করা হয়। তাঁরা এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে মানুষকে চিকিৎসা দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ বলেন, আইন অমান্য ও অপরাধের গুরুত্ব বিবেচনায় কাজী মেজবাহ উদ্দিন সুমন (৩৭) ও মো. আসলামকে (৫০) বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিসনার অধ্যাদেশ, ১৯৮৩-এর ৩৫ দ্বারা লঙ্ঘনের অভিযোগে দুজনকেই ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। 

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ