হোম > সারা দেশ > পিরোজপুর

প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণের দাবিতে বিদ্যালয়ে তালা

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী কে. এম. লতীফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান বিদ্যালয়ে দুই বছর অনুপস্থিত থেকে নিয়মিত বেতন ভাতা উত্তোলন করে আসছেন। এ ছাড়া নানা আর্থিক দুর্নীতির অভিযোগে তাঁর অপসারণের দাবিতে অফিস কক্ষে তালা ঝুলিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকেরা।

বুধবার দুপুরে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান শিক্ষক মিলনায়তনে সংবাদ সম্মেলনে শেষে তাঁর পক্ষের শিক্ষকদের নিয়ে অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান দুই বছর ধরে বিনা ছুটিতে বিদ্যালয়ে অনুপস্থিতি, নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনে অনীহা, বারবার নিজস্ব লোক দিয়ে অ্যাডহক কমিটি গঠনের অপচেষ্টা ও আর্থিক দুর্নীতিসহ বিভিন্ন অনিয়ম করে আসছেন। প্রধান শিক্ষকের অপসারণ না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি ও ঈদ পরবর্তী সময়ে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।’

এ সময় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. বাচ্চু মিয়া আকন, বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, মো. বেলায়েত হোসেন, মো. মোশারেফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, সাবেক ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদসহ অধিকাংশ শিক্ষকেরা উপস্থিত ছিলেন। 

অভিযুক্ত প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘বর্তমানে বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি বিদ্যমান। আমার দুর্নীতির বিষয়টির তারাই দেখভাল করবেন। এ ছাড়া আমি দাপ্তরিক সকল কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। কিন্তু বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খলিলুর রহমানসহ কতিপয় শিক্ষক আমাকে ভয়ভীতি দেখিয়ে বিদ্যালয়ে প্রবেশ করতে দিচ্ছেন না।’ 

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা