হোম > সারা দেশ > বরিশাল

ভোটের প্রচারণায় থাকার অভিযোগে ৪ বিএনপি নেতাকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল জেলায় বিএনপির একমাত্র চেয়ারম্যান ছিলেন চন্দ্রমোহন ইউনিয়নের সিরাজুল হক হাওলাদার। দুই বছর আগে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির অপ্রকাশ্যে সমর্থনে তিনি স্বতন্ত্র চেয়ারম্যান হওয়ার পর ইউনিয়ন বিএনপির উপদেষ্টা করা হয়। বরিশাল-৫ (মহানগর-সদর) আসনে নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার করায় সিরাজুল হককে বহিষ্কার করেছে বিএনপি। 

একই সঙ্গে সদর উপজেলার আরও ৩ বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের ট্রাক প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচার করছেন। বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী এনায়েত হোসেন বাচ্চু দলের চার নেতাকে আজ সোমবার স্থায়ীভাবে বহিষ্কার করার সত্যতা নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন চন্দ্রমোহন ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল হক হাওলাদার, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওবাইদুল করীম তুহিন, সদর উপজেলা কমিটির সদস্য চরবাড়িয়া ইউনিয়নের পারুল বেগম এবং চরবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাবুল খান। 

চেয়ারম্যান সিরাজুল বলেন, ‘গত বুধবার নৌকার প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদ মাঠে বৈঠক করেন। সভা চলাকালে তিনি ইউনিয়ন পরিষদের কক্ষে বসেছিলেন। প্রতিমন্ত্রী তাঁর লোকের মাধ্যমে ডেকে নিয়ে মঞ্চে বসান। কিছু বলার জন্য তাঁকে মাইক দেওয়া হলে তিনি ইউনিয়নে মন্ত্রীর উন্নয়নকাজগুলোর বর্ণনা দেন। তবে নৌকার জন্য ভোট চাননি।’ 

সিরাজুল জানান, তিনি বহিষ্কার আদেশ পাননি। এর আগে তাঁকে কোনো শোকজও করা হয়নি। 

বহিষ্কৃত চন্দ্রমোহন ইউনিয়ন বিএনপি নেতা ওবাইদুল হক তুহিন স্বতন্ত্র প্রার্থীর ট্রাক মার্কার পক্ষে থাকার কথা স্বীকার করে বলেন, ‘বিএনপির অনেকেই গোপনে স্বতন্ত্র প্রার্থীর জন্য কাজ করছেন।’

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ