হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে করোনায় দুই জনের মৃত্যু

প্রতিনিধি

বরিশাল: বরিশালে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। একই সময়ে বরিশাল বিভাগে ৭২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, চলতি মাসের গত ২৯ দিনে বরিশাল বিভাগে আক্রান্ত ৩ হাজার ১৫২ জনের মধ্যে ৪৯ জনের মৃত্যু হয়েছে। যা চার মাসের মধ্যে সর্বোচ্চ। এছাড়া মোট ৯৫ হাজার ৩৫৪ জনের নমুনা পরীক্ষায় ১৪ হাজার ৪৭৫ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় নতুন করে ৪১ জন আক্রান্তসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৫৭৪ জন। আবার করোনা উপসর্গ নিয়ে আরও দুইজনসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। আক্রান্তের এই সংখ্যার মধ্যে নগরীতে রয়েছে ৫ হাজার ৭০০ জন। এ জেলায় মোট ১০৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নগরীর বাসিন্দা রয়েছেন ৬৫ জন।

ভোলার করোনা পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। জেলাটিতে গত ২৪ ঘণ্টায় ১৪ জন আক্রান্ত হয়েছেন। এ জেলায় মোট আক্রান্ত ১ হাজার ৭৪৪ জনের মধ্যে ২৪ জনের মৃত্যু হয়েছে। চলতি মাসে ভোলায় করোনা সংক্রমণ ও মৃত্যুহার বেড়েছে। একই সময়ে পটুয়াখালীতে নতুন আক্রান্ত হয়েছে ৯ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ১০৭ জন। এই জেলায় মোট ৫০ জনের মৃত্যু হয়েছে। বিভাগের ছোট জেলা ঝালকাঠিতে নতুন ৫ জনসহ মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৬২ জন। মারা গেছেন ২৪ জন। পিরোজপুরে দু’জনসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭৬ জনে। এদের মধ্যে মারা গেছেন ৩১ জন। বরগুনা জেলায় ২৪ ঘণ্টায় একজন আক্রান্ত হয়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২১২ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৪ জনের মৃত্যু হয়েছে।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা