হোম > সারা দেশ > বরিশাল

ভোটে তো আমরা নিজেরা নিজেরা: আ.লীগ নেতা রাজু 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা ফাইয়াজুল হক রাজু। 

তিনি বলেছেন, ‘এখানে তো আমরা নিজেরা নিজেরা ভোটে আছি। তারপরও আওয়ামী লীগের কতিপয় নেতা হিন্দু ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখাচ্ছে।’ 

আজ শুক্রবার বিকেলে বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। 

আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ও স্বতন্ত্র প্রার্থী রাজু সংবাদ সম্মেলনে বলেন, ‘নৌকা প্রতীকের প্রার্থী ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন একজন সজ্জন ব্যক্তি। তিনি কখনোই এসব কর্মকাণ্ডকে প্রশ্রয় দেন না বলে আমি বিশ্বাস করি।
 
‘তবে অতি উৎসাহী হয়ে বানারীপাড়া ও উজিরপুর উপজেলা আওয়ামী লীগের কতিপয় নেতা-কর্মী এমন গর্হিত কর্মকাণ্ড করছেন। যা ৭ জানুয়ারির নির্বাচনকে প্রভাবিত করতে পারে বলে শঙ্কা প্রকাশ করছি। রিটার্নি কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। আমার কিছু ক্যাম্পে ভাঙচুর করা হয়েছে, তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে আতঙ্কে  রয়েছি।’ 

রাজু বলেন, ‘সাধারণ ভোটাররা আমাকে ভোট দিতে চাইছে। কিন্তু এখানে মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রাশেদ খান মেননের অনুসারী হিসেবে পরিচিত উপজেলা আওয়ামী লীগের নেতারা ভোটের সুষ্ঠু পরিবেশ নষ্ট করে ভোটারদের ভয় দেখাচ্ছেন। ভোটে নিজেরা নিজেরা বলতে কী বোঝানো হয়েছে এ প্রসঙ্গে রাজু বলেন, ‘এবারের ভোট হচ্ছে একধরনের বিশেষ প্যাটার্নে।’

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা