হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে প্রাইভেট কারের চাকায় মাদক বহন, আটক ২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে প্রাইভেট কারের চাকায় বিশেষ কৌশলে মাদক বহনের সময় দুই কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় গাড়ির চাকা খুলে পাঁচ কেজি গাঁজা উদ্ধার এবং প্রাইভেট কার জব্দ করা হয়। আজ বুধবার দুপুরে নগরীর বান্দ রোডের কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত ডিআইজি মোয়াজ্জেম হোসেন ভূঞা এ তথ্য জানিয়েছেন। উত্তর রহমতপুর ব্রিজ এলাকা থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার মিরপুর এলাকার শিমুল সরকার (৩০) এবং মুন্সিগঞ্জের বালাসুর পূর্ব বাগাঙ্গা এলাকার আফজাল হোসেন (৩৮)।

অতিরিক্ত ডিআইজি মোয়াজ্জেম হোসেন জানান, পুলিশ পরিদর্শক শাহ মো. ফয়সাল আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। তখন রহমতপুর ব্রিজের পাশে থাকা দুই ব্যক্তি ও একটি প্রাইভেট কার আটক করে তল্লাশি করা হয়। এ সময় প্রাইভেট কারের সামনের দুই চাকায় বিশেষ কায়দায় বহন করা পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান চৌধুরী ও সহকারী পুলিশ সুপার উজ্জ্বল কুমার দে।

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা

২৫ ঘণ্টায় ২২ লাখ টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ