হোম > সারা দেশ > পটুয়াখালী

ভারতের উচ্চপর্যায়ের কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, কোনো বিচ্যুতি দেখিনি: জাপার রুহুল আমিন

পটুয়াখালী প্রতিনিধি

‘ভারতের উচ্চপর্যায়ের কর্মকর্তার সঙ্গে কথা বলে এসেছি, কোনো বিচ্যুতি দেখি নাই’—এমন মন্তব্য করেছেন পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনে জোটের প্রার্থী ও জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার। 

গতকাল মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে সদর উপজেলার হেতালিয়া বাঁধঘাটে কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাপা প্রার্থীর পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

রুহুল আমিন বলেন, ‘ভারত তো আমাদের প্রতিনিধি, তারা কীভাবে আছে আমি তো জানি। কালকে গেছিলাম ভারতের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তার আমন্ত্রণে ঢাকায় এবং যারা এই দেশ চালায়, তাদের সঙ্গে কথা বলে এসেছি। আমি তো কোথাও কোনো বিচ্যুতি দেখি নাই।’ 

রাশিয়া সরকারের সঙ্গে আছে জানিয়ে রুহুল আমিন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের উন্নয়নের রূপকার। তিনি আজ বিশ্বে অনন্য। এই আমেরিকা আমাদের বিরোধিতা করে ১৯৭২ সালে চলে গেছে। রাশিয়া আমাদের সঙ্গে আছে। এখন বহু রাশিয়া আমাদের সঙ্গে আছে।’ 

পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, সহসভাপতি সুলতান আহমেদ মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক ডা. শফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুজ্জামান প্রমুখ।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা