হোম > সারা দেশ > বরিশাল

গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আজ মঙ্গলবার উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী ইউনিয়নের বেজগাতি ও বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রানা প্যাদা (৩০)। তিনি উপজেলার বেজগাতি গ্রামের সিরাজ প্যাদার ছেলে। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

গৌরনদী হাইওয়ে থানার সহকারী উপরিদর্শক (এএসআই) মো. আব্দুল জব্বার জানান, টরকী থেকে ছেড়ে আসা ভূরঘাটাগামি একটি নসিমন বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের বেজগাতি এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনকে ধাক্কা দেয়। এতে নসিমনের চালক রানা প্যাদা ঘটনাস্থলেই নিহত হন।

গৌরনদী হাইওয়ে থানা–পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অপর দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় সোনারতরী ও চাকলাদার ক্লাসিক পরিবহনের দুই বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসের পাঁচ যাত্রী আহত হয়। দুর্ঘটনার পর মহাসড়কে আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

বাটাজোর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুর রব হাওলাদার বলেন, সোনারতরী পরিবহনের বাসটি বরিশাল থেকে ঢাকার দিকে যাওয়ার পথে বাটাজোর বাসস্ট্যান্ডে পৌঁছালে চাকলাদার ক্লাসিক পরিবহনের সঙ্গে সোনারতরী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের পাঁচজন যাত্রী আহত হয়।

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন।’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা