হোম > সারা দেশ > বরিশাল

সাংস্কৃতিক কাজে প্রতিবন্ধকতার অভিযোগ এনে ববি শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সামাজিক ও সাংস্কৃতিক কাজে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসনের প্রতিবন্ধকতামূলক নোটিশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ক্যাম্পাসের ৬টি সংগঠনের নেতৃবৃন্দ। 

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ববি ক্যাম্পাসের মূল ফটকের সামনে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে ঘণ্টা ব্যাপী এই মানববন্ধন হয়। এ সময় নোটিশের ৭টি সিদ্ধান্তের ৫টিই প্রত্যাহারের দাবি জানানো হয়। 

গতকাল বুধবার ববি প্রক্টর মো. আব্দুল কাইউম স্বাক্ষরিত নোটিশে সামাজিক-সাংস্কৃতিক আয়োজনে রাত ৮টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। 

এ ছাড়া অনুষ্ঠানের অনুমতির ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতাসহ নানাভাবে প্রতিবন্ধকতা তৈরি করা ওই নোটিশ প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। 

মানববন্ধনে অংশ নিয়েছে সামাজিক-সাংস্কৃতিক মঞ্চ পদাতিক, বরিশাল বিশ্ববিদ্যালয় চারুকলা সংসদ (ববিচাস), বরিশাল বিশ্ববিদ্যালয় নাট্যদল, বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব, বরিশাল বিশ্ববিদ্যালয় ড্যান্সফোরাম, বরিশাল বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (বিইউপিএস) এর নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য দেন, সংগঠক আরিফুল ইসলাম আবির, মামজুদা মোস্তফা লামিয়া, সাগর মিত্র, ফারিয়া আনজুম নওশিন, ভূমিকা সরকার ও হিসরাতুন হক নেহা প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, ববির দায়িত্ব এই অঞ্চলে সাংস্কৃতিক ও চিন্তার জগতে নেতৃত্ব দেওয়া। সেই বিশ্ববিদ্যালয়েই যখন সামাজিক, সাংস্কৃতিক আয়োজনের সময়সীমা বেঁধে দেওয়া হয় তখন প্রতীয়মান হয় যে বিশ্ববিদ্যালয় তার ঐতিহাসিক দায়িত্ব পালনে অস্বীকৃতি জানাচ্ছে। 

বর্তমানে ক্যাম্পাসে যে সকল সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ক্রিয়াশীল আছে তাদের সবাই স্ব উদ্যোগে, স্বেচ্ছাশ্রম এবং নিজেদের প্রচেষ্টায় অর্থ সংগ্রহ করে তাদের আয়োজনগুলো সম্পন্ন করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সংগঠনগুলোর কার্যক্রম পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। 

মানববন্ধন শেষে সকল সংগঠনের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি সব সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলাপ করে কর্মপরিকল্পনা সাজানোর আশ্বাস দেন। 

এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, ‘শিক্ষার্থীদের বলা হয়েছে আলোচনা করে সমস্যার সমাধান করে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়কেও একটি নিয়মের মধ্যে থাকতে হবে।’ তিনি বলেন, ‘শেষ পর্যন্ত শিক্ষার্থীরা তাদের দাবি থেকে সরে এসেছে।’

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ