হোম > সারা দেশ > বরিশাল

সাংস্কৃতিক কাজে প্রতিবন্ধকতার অভিযোগ এনে ববি শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সামাজিক ও সাংস্কৃতিক কাজে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসনের প্রতিবন্ধকতামূলক নোটিশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ক্যাম্পাসের ৬টি সংগঠনের নেতৃবৃন্দ। 

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ববি ক্যাম্পাসের মূল ফটকের সামনে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে ঘণ্টা ব্যাপী এই মানববন্ধন হয়। এ সময় নোটিশের ৭টি সিদ্ধান্তের ৫টিই প্রত্যাহারের দাবি জানানো হয়। 

গতকাল বুধবার ববি প্রক্টর মো. আব্দুল কাইউম স্বাক্ষরিত নোটিশে সামাজিক-সাংস্কৃতিক আয়োজনে রাত ৮টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। 

এ ছাড়া অনুষ্ঠানের অনুমতির ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতাসহ নানাভাবে প্রতিবন্ধকতা তৈরি করা ওই নোটিশ প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। 

মানববন্ধনে অংশ নিয়েছে সামাজিক-সাংস্কৃতিক মঞ্চ পদাতিক, বরিশাল বিশ্ববিদ্যালয় চারুকলা সংসদ (ববিচাস), বরিশাল বিশ্ববিদ্যালয় নাট্যদল, বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব, বরিশাল বিশ্ববিদ্যালয় ড্যান্সফোরাম, বরিশাল বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (বিইউপিএস) এর নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য দেন, সংগঠক আরিফুল ইসলাম আবির, মামজুদা মোস্তফা লামিয়া, সাগর মিত্র, ফারিয়া আনজুম নওশিন, ভূমিকা সরকার ও হিসরাতুন হক নেহা প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, ববির দায়িত্ব এই অঞ্চলে সাংস্কৃতিক ও চিন্তার জগতে নেতৃত্ব দেওয়া। সেই বিশ্ববিদ্যালয়েই যখন সামাজিক, সাংস্কৃতিক আয়োজনের সময়সীমা বেঁধে দেওয়া হয় তখন প্রতীয়মান হয় যে বিশ্ববিদ্যালয় তার ঐতিহাসিক দায়িত্ব পালনে অস্বীকৃতি জানাচ্ছে। 

বর্তমানে ক্যাম্পাসে যে সকল সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ক্রিয়াশীল আছে তাদের সবাই স্ব উদ্যোগে, স্বেচ্ছাশ্রম এবং নিজেদের প্রচেষ্টায় অর্থ সংগ্রহ করে তাদের আয়োজনগুলো সম্পন্ন করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সংগঠনগুলোর কার্যক্রম পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। 

মানববন্ধন শেষে সকল সংগঠনের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি সব সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলাপ করে কর্মপরিকল্পনা সাজানোর আশ্বাস দেন। 

এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, ‘শিক্ষার্থীদের বলা হয়েছে আলোচনা করে সমস্যার সমাধান করে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়কেও একটি নিয়মের মধ্যে থাকতে হবে।’ তিনি বলেন, ‘শেষ পর্যন্ত শিক্ষার্থীরা তাদের দাবি থেকে সরে এসেছে।’

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ