হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠিতে ফুটবল খেলতে গিয়ে বুকে বল লেগে কিশোর নিহত

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে ফুটবল খেলতে গিয়ে বুকে বল লেগে এক কিশোর অসুস্থ হয়ে পড়ে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা গেছে। আজ শনিবার সকালে নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, জেলার নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের বাসিন্দা আব্বাস আলী হাওলাদারের ছেলে নাজমুল হাওলাদার (১৩) আজ সকালে রোদের মধ্যে স্থানীয় ফুটবল মাঠে খেলতে নামে। এ সময় বুকে বল লেগে সে অসুস্থ হয়ে পড়ে। এ সময় অন্য খেলোয়াড় ও স্থানীয়রা তাকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। 

পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে পাঠালে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নাজমুল হাওলাদারের পিতা আব্বাস আলী হাওলাদার কুশঙ্গল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সে পেশায় একজন রাজমিস্ত্রির সহকারী। 

ওই এলাকার বাসিন্দা তুহিন মিত্র জানান, নিহত নাজমুল হাওলাদার ছোটবেলা থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় সুচিকিৎসা পাননি। 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রমনি কুমার মিস্ত্রি বলেন, ‘এ বিষয়ে আমাদের কেউ এখনো কিছু জানায়নি। জানালে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম