হোম > সারা দেশ > বরিশাল

বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট

 আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি 

প্রতীকী ছবি

বরিশালের আগৈলঝাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত এক বিএনপি নেতাকে বরিশালের শের–ই–বাংলা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বাড়িঘর ভাঙচুর ও লুটের অভিযোগ পাওয়া গেছে।

আহত ব্যক্তিরা হলেন নাসির মৃধা, কবির শরীফ, বক্কর শরীফ, আলমগীর মজুমদার প্রমুখ। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। উভয় পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ওই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিরোধের জেরে গতকাল বৃহস্পতিবার রাতে চাউকাঠী গ্রামে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাসির মৃধার ঘরে হামলা চালিয়ে লুটপাট করে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মজুমদারসহ ১৫-২০ জনের একটি দল।

তবে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মজুমদার অভিযোগ করে বলেন, ‘আমি চাউকাঠী রাস্তার মাথায় একটি চায়ের দোকানে বসে চা পান করছিলাম। হঠাৎ করে পেছন থেকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাসির মৃধার নেতৃত্বে ৮-১০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান।’

এ বিষয়ে জানতে চাইলে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঘটনা শুনে তাৎক্ষণিক গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। উভয় পক্ষ অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু