হোম > সারা দেশ > পটুয়াখালী

ছাগলে ফসল খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত একজনের মৃত্যু

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা

প্রতীকী ছবি

পটুয়াখালীর বাউফল উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলায় আহত মো. শাহ আলম রাঢ়ী (৫০) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর মৃত্যু হয়। শাহ আলম উপজেলার সদর ইউনিয়নের গোসিংগা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ মার্চ গোসিংগা গ্রামে ছাগলে শাহ আলমের খেতের ফসল নষ্ট করাকে কেন্দ্র করে তাঁর স্ত্রী নাজমা বেগম ও প্রতিবেশী রাজু ঘরামির (৬০) মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে নাজমা বেগম বাড়িতে ফিরে গেলে বেলা সাড়ে ১১টার দিকে রাজু ঘরামি দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ২০-২৩ জনের একটি দল নিয়ে শাহ আলমের বাড়িতে হামলা চালায়। হামলার সময় নাজমা বেগমকে শ্লীলতাহানির চেষ্টা করা হলে তাঁর স্বামী শাহ আলম ও ছেলে রাকিব (২০) তাঁকে রক্ষা করতে এগিয়ে আসেন। এ সময় তাঁদের দুজনকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়।

স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে শাহ আলমের অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে কিছুটা সুস্থ হয়ে বাউফলে ফিরলেও অবশেষে আজ সকালে তিনি মারা যান।

ঘটনার পর ২৩ মার্চ নাজমা বেগম বাদী হয়ে বাউফল থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা