হোম > সারা দেশ > বরিশাল

মা ইলিশ নিধনে বরিশালে ৩৪৯ জেলের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক,বরিশাল

প্রতীকী ছবি

মা ইলিশ নিধনের দায়ে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে গত ১৪ দিনে ৩৪৯ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ১৮ লাখ ৯২ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।

বিভাগীয় মৎস্য অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ থেকে ২৬ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বরিশাল বিভাগে ১ হাজার ৮৫৮টি অভিযান চালানো হয়েছে এবং ৫২১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার পাশাপাশি ৫৮৮টি মামলা করা হয়েছে।

এ সময় বরিশাল বিভাগে বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্রে ৩৬২, বিভিন্ন মাছঘাটে ২ হাজার ৬১৪, বিভিন্ন আড়তে ৪ হাজার ৮৭৬ ও বিভিন্ন বাজারে ২ হাজার ৯২৬ বার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা। আর গেল দুদিনের অভিযানে ১৩ হাজার ৬৮ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

পাশাপাশি ১৪ কোটি ২৫ লাখ ৪৯ হাজার ১০০ টাকা মূল্যের ৭৭ লাখ ১৬ হাজার ১০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এ ছাড়া নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলাম করে ২ লাখ ৮৪ হাজার টাকা আয় হয়েছে।

মৎস্য বিভাগের উপপরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানান, গত ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য উপকূলের ৭ হাজার বর্গকিলোমিটারের মূল প্রজনন স্থলসহ সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ থাকছে।

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু