হোম > সারা দেশ > পটুয়াখালী

জাজিরা দুর্ঘটনা: যুক্তরাষ্ট্রে ফেরা হলো না মা-মেয়ের

পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন জাহানারা বেগম। সম্প্রতি মেয়েকে নিয়ে দেশে আসেন। দ্রুতই আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু অসুস্থ হয়ে চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান মা ও মেয়ে।

নিহত জাহানারার দেবর মো. আজিজ মল্লিক বলেন, দীর্ঘদিন ধরে তাঁর ভাই স্ত্রী-সন্তান নিয়ে আমেরিকায় বসবাস করে আসছেন। গত নভেম্বর মাসে মেয়ে লুৎফুন্নাহার লিমাকে নিয়ে দেশে আসেন জাহানারা। তাঁরা বরিশালের বিএম কলেজ সড়ক এলাকায় এক স্বজনের বাড়িতে থাকতেন। দুই দিন আগে জাহানারা অসুস্থ হয়ে বরিশাল বেলবিউ ক্লিনিকে ভর্তি হন। সেখানে তাঁর অবস্থার অবনতি হয়।

আজিজ মল্লিক আরও বলেন, পরে তিনি তাঁর স্বজন নবচেতনা পত্রিকার বরিশাল ব্যুরো চিফ মাসুদ রানা (৩৫), দশমিনা উপজেলার আদমপুরা গ্রামের ফজলে রাব্বি (২৮) ও মেয়ে লিমাকে নিয়ে গত সোমবার রাতে অ্যাম্বুলেন্সযোগে ঢাকার উদ্দেশে রওনা দেন। অ্যাম্বুলেন্সটি আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে শরীয়তপুরের জাজিরায় নাওডোবা সেতু এলাকায় দুর্ঘটনার শিকার হয়। এ সময় ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। সকাল ৮টার দিকে এক স্বজন বিষয়টি তাঁকে জানিয়েছেন। এ ঘটনার পর তাঁরা মানসিকভাবে ভেঙে পড়েছেন।

আজ বেলা ১১টার দিকে দুর্ঘটনার শিকার ওই প্রবাসীদের বাড়ি উপজেলার কাছিপাড়া ইউনিয়নের আনারশিয়া গ্রামে গিয়ে দেখা যায়, বাড়ির সামনে লোকজন চেয়ারে বসে আছেন। ঘরের ভেতরে লোকজনের কান্নার শব্দ শোনা গেলেও কেউ বের হননি।

নিহত জাহানারার বড় ভাই আশরাফ আলী বলেন, বোনের শ্বশুরবাড়ি উপজেলার একই ইউনিয়নের কারখানা গ্রামে। লাশ ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করার পর তাঁর শ্বশুরবাড়িতে দাফন করা হবে। 

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম