হোম > সারা দেশ > পিরোজপুর

স্ত্রীর মর্যাদা পেতে যুবকের বাড়িতে তরুণীর অনশন, যুবকের অস্বীকার

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুর সাতকাছিমা গ্রামে স্ত্রীর মর্যাদা পেতে মো. রবিউল ইসলাম খানের (২৬) বাড়িতে নুসরাত জাহান তন্নী (১৫) নামের এক কিশোরী অনশনরত অবস্থান করছে বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক রবিউল ইসলামসহ তাঁর পরিবারের লোকজন ঘরে তালা লাগিয়ে আত্মগোপন করেছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী ওই কিশোরী একই গ্রামের মো. ফায়জুল খানের কন্যা ও স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী। অভিযুক্ত রবিউল ইসলাম খান ওই গ্রামের মো. ছালেক খানের ছেলে।

আজ শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, ওই কিশোরী রবিউলের ঘরের দরজার সামনে অবস্থান করছে। এ সময় তার সঙ্গে কথা হলে প্রতিবেদককে বলে, ‘গত চার দিন ধরে স্বামী রবিউল ও তার পরিবারের লোকজন ঘরে তালা দিয়ে অন্যত্র চলে গেছে। আমি স্ত্রীর মর্যাদা চাই।’

ভুক্তভোগী কিশোরীর বাবা বলেন, তাঁর একমাত্র মেয়েকে বিয়ে করতে রবিউল ও তাঁর পরিবার তাঁকে বিভিন্ন ভাবে চাপ দেয়। পরে গত বছরের ৬ আগস্ট পারিবারিকভাবে বিয়ে হয়। কিন্তু মেয়ের বিয়ের বয়স না হওয়ার অজুহাত দেখিয়ে তাঁরা স্থানীয় হুজুরের মাধ্যমে বিয়ে সম্পন্ন করেন। বিয়ের পর থেকে জামাতা রবিউল যৌতুকের জন্য তাঁর মেয়েকে মারধরসহ চাপ দিতে থাকেন। পরে তাঁর চাহিদামতো ১ লাখ টাকা দেওয়া হয়। ঈদের আগে আবারও ব্যবসার কথা বলে টাকা আনতে বললে তাঁর মেয়ে টাকা আনতে অস্বীকৃতি জানায়। এ কারণে তাকে মারধর করে তাড়িয়ে দেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে জানানো হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত রবিউলের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ‘আমি ওই কিশোরীকে বিয়ে করিনি। আমার বিরুদ্ধে বিয়ের মিথ্যা অভিযোগ দিচ্ছে।’

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন খান বলেন, ‘ভুক্তভোগী ওই কিশোরীর মা আমার কাছে একটি মৌখিক অভিযোগ দিয়েছেন। আমি তাঁকে ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ দিতে বলেছি।’

এ বিষয়ে ইউএনও শেখ মো. আব্দুল্লাহ আল সাদীদ বলেন, ‘ওই কিশোরী ও তার মা আমার কাছে অভিযোগ দিয়েছেন। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’ 

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা