হোম > সারা দেশ > বরিশাল

গৌরনদীর ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতা-কর্মী কুয়াকাটা থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও গৌরনদী প্রতিনিধি

প্রতীকী ছবি

পর্যটন কেন্দ্র কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে বরিশালের গৌরনদী পৌরসভার দুজন কাউন্সিলরসহ ছাত্র ও যুবলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পট পরিবর্তনে ওই ৫ নেতা নিজ এলাকা গৌরনদী ছেড়ে কুয়াকাটায় আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গৌরনদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সভাপতি সাখাওয়াত হোসেন সুজন, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর ছাত্রলীগের সভাপতি মিলন খলিফা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রিন্স রোনাল্ড ব্যাপারি, পৌর যুবলীগের সদস্য এইচএম টিপু ও সাকিব হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, কলাপাড়া থানা পুলিশের সহায়তায় বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। আজ শুক্রবার সকালে গ্রেপ্তার ব্যক্তিদের গৌরনদী থানায় আনার পর দুপুরে আাদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হামলা-ভাঙচুর, লুটপাটসহ সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের ৬টি মামলা রয়েছে।

‘বাকসু’ নিয়ে টানাটানি, ক্ষুব্ধ বিএম কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

বরিশালে ব্যারিস্টার ফুয়াদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের বাগ্‌বিতণ্ডা, ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগানে ধাওয়া

মুলাদীতে ডিসি-ইউএনওর সামনেই সেতু উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয়দের হামলা, ভাঙচুর

পর্যটক বাড়ছে স্টিমার পিএস মাহসুদে, আশাবাদী বিআইডব্লিউটিসি

বরিশাল বিসিক শিল্পনগরীতে সুতার কারখানায় অগ্নিকাণ্ড

তরমুজ ‘বিপ্লবে’ সারসংকট

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মুলা পাঠালেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা

বরিশালে যুবকের লাশ হাসপাতালে রেখে পলায়ন, শরীরে পোড়া দাগ, গ্রেপ্তার ৩

বরিশাল সিটি করপোরেশন: চাকরি স্থায়ীকরণের দাবিতে নগর ভবনে বিক্ষোভ, কর্মবিরতির ঘোষণা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন ১৪ ফেব্রুয়ারি