ভোলার মনপুরায় বিরল প্রজাতির ৩৫ কেজি ওজনের একটি জলপাই রঙের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করা হয়েছে। পরে কচ্ছপটি মেঘনায় অবমুক্ত করে বন বিভাগ।
আজ সোমবার সকালে উপজেলার মনপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঈশ্বরগঞ্জ সংলগ্ন বালুর চর এলাকার মেঘনার তীরে আটকা পরে কচ্ছপটি। জেলেদের কল পেয়ে বন বিভাগের কর্মকর্তারা সকাল সাড়ে ৯টায় দিকে কচ্ছপটিকে উদ্ধার করেন।
কচ্ছপটিকে উপজেলার হাজির হাট ইউনিয়নের চর জামশেদ এলাকার জংলার খালের পাশের মেঘনা নদীতে অবস্থায় অবমুক্ত করা হয়।
এ বিষয়ে রামনেওয়াজ ইউনিয়নের বন বিভাগের বিট কর্মকর্তা জাহিদুল ইসলাম মিলন বলেন, ‘এটি একটি বিরল প্রজাতির জলপাই রঙের কচ্ছপ। যার ওজন প্রায় ৩৫ কেজি। সব সময়ই এত বড় কচ্ছপের দেখা মিলে না। জেলেরা আমাদের কল করে জানলে দ্রুত কচ্ছপটি উদ্ধার করি।’
মনপুরা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম বলেন, সোমবার সকালে বিরল প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার করে সকালেই মেঘনায় অবমুক্ত করা হয়েছে। বাংলাদেশের উপকূলবর্তী দ্বীপ ও চরাঞ্চলে এর অস্তিত্ব বিদ্যমান কিন্তু পৃথিবীব্যাপী সংকটাপন্ন তালিকায় রয়েছে।