কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার একটি ভিডিও শেয়ার করার পর ক্রিকেট জগতে তুমুল আলোচনায় উঠে এসেছে বরিশালের খুদে খেলোয়াড় আসাদুজ্জামান সাদিদ। শচীন টেন্ডুলকার তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে সাদিদের একটি ভিডিও শেয়ার করে মন্তব্য করেছেন-দুর্দান্ত!
সাদিদের বোলিং নৈপুণ্যে মুগ্ধ শচীন ফেসবুকে ভিডিওটি শেয়ার করার পর দেশে-বিদেশে ব্যাপক আলোচিত হচ্ছে। লেগ স্পিনার রাশিদ খানেরও মনে ধরেছে খুদে সাদিদের বোলিং অ্যাকশন।
বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও দারুণ সাদিদ। মাত্র ছয় বছরের সাদিদ জানায়, অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার শেন ওয়ার্ন ও আফগান ক্রিকেটার রাশিদ খানকে অনুসরণ করে সে। ভিডিও ভাইরাল হওয়ার বিষয়ে সাদিদ বলে, তার ভিডিও এভাবে দেশ-বিদেশে ছড়িয়ে পড়বে তা সে কখনোই ভাবেনি। নগরীর উলালঘুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র সাদিদের স্বপ্ন একদিন জাতীয় দলের হয়ে খেলবে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমে আসায় বর্তমানে মাঠে অনুশীলন করছে সাদিদ। মামা হিসেবে সিরাজুলের ইচ্ছা, সাদিদ সঠিক পরিচর্চা পাক। এ জন্য তাকে বিএসপিতে ভর্তি করার পরিকল্পনাও করেছেন তিনি।