হোম > সারা দেশ > বরিশাল

ধর্মঘট আর নেই, তবুও সুনসান বরিশাল লঞ্চঘাট

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নৌযান কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার হলেও বরিশাল-ঢাকা নৌ পথে আজ সোমবার লঞ্চ চলাচল করছে না। এর কারণ হিসেবে জানা গেছে, বন্দরে যাত্রী নেই। সন্ধ্যায় কর্মবিরতি প্রত্যাহারের পর একটি লঞ্চ ঘাটে পৌঁছালেও যাত্রীর অভাবে বরিশাল থেকে ঢাকা যাচ্ছে না বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। 

বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন বলেন, সন্ধ্যায় কর্মবিরতি প্রত্যাহারের খবর পেলেও যাত্রী না থাকায় লঞ্চ ঢাকায় যাবে না। কারণ ঘাটে কোনো যাত্রী নেই। যদিও পারাবাত-১২ নামে একটি লঞ্চ বন্দরে অপেক্ষমাণ রয়েছে। 

এই কর্মকর্তা জানান, পারাবাতের সুপারভাইজারের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন তারাও ট্রিপ দেবেন না। বর্তমানে ঘাটে সুনসান নীরবতা বিরাজ করছে। 

নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের ডাকে গত শনিবার রাত ১২টা থেকে ১০ দফা দাবিতে সারা দেশে একযোগে শুরু হয়েছে কর্মবিরতি। এতে প্রায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা, কর্মক্ষেত্রে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১২ লাখ টাকা করাসহ দশ দাবি আদায়ে ডাকা এ ধর্মঘট সোমবার প্রত্যাহার করা হয়েছে। সোমবার শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সঙ্গে বৈঠক শেষে নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। 

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি