বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের মেয়র প্রার্থীরা ভোট চেয়ে বাড়ি বাড়ি গণসংযোগ অব্যাহত রেখেছেন। আজ রোববারও নগরের বিভিন্ন এলাকায় নৌকা, হাতপাখা ও লাঙ্গলের মেয়র প্রার্থী গণসংযোগ করেছেন।
দুপুর ১২টার দিকে নৌকার মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত নগরীর বাংলাবাজার এলাকার ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে গণসংযোগ করেন। এ সময় তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ‘দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত বরিশালকে নতুনভাবে সাজানোর লক্ষ্যে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করুন।’
লাঙ্গলের মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস দুপুর ১২টার দিকে চাঁদমারি স্টেডিয়াম কলোনিতে প্রচারপত্র বিতরণ, বিকেলে ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর, ইছাকাঠি, শাহপরান সড়কে উঠান বৈঠক করেন। তিনি এ সময় লাঙ্গল প্রতীকে ভোট চান।