বরিশালে দ্বিতীয় দফায় করোনাভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন পৌঁছেছে। বুধবার সকাল দশটায় ঢাকা থেকে ফ্রিজার ভ্যানে বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে এগুলো পাঠানো হয়। বরিশালের সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. মনোয়ার জানান, এ দফায় পাঁচটি প্যাকেটে ৫১ হাজার ডোজ করোনা ভ্যাকসিন এসেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার থেকে এই ভ্যাকসিন প্রয়োগ শুরু হওয়ার কথা রয়েছে। দ্বিতীয় ডোজের পাশাপাশি প্রথম ডোজের জন্য যারা রেজিস্ট্রেশন করেছে তাদেরকেও এ টিকা দেওয়া হবে।
উল্লেখ্য, বরিশাল জেলায় এ পর্যন্ত ৭৬ হাজার ৪৫৪ জন করোনা প্রতিরোধক টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।