হোম > সারা দেশ > ভোলা

মেঘনায় ধরা পড়া বিরল প্রজাতির সেই কাঁকড়া চুরি হয়ে গেছে

ভোলা প্রতিনিধি

ভোলার মেঘনা নদীতে জালে ধরা পড়া বিরল প্রজাতির সেই কাঁকড়াটি চুরি হয়ে গেছে। গতকাল সোমবার মধ্য রাতে এটি চুরি হয়ে যায়। 

এর আগে গত বুধবার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে ফারুক মাঝির জালে ধরা পরে এই কাঁকড়াটি। ওই জেলের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের দরুন বাজার গ্রামে। 

ফারুক মাঝি আজ মঙ্গলবার দুপুরে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি রাতে তজুমদ্দিন উপজেলার শশিভূষণ এলাকায় মেঘনার পাড়ে নৌকার মধ্যে কাঁকড়াটি রাখি। পরে বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের দরুন বাজারের বাড়িতে যাই। নৌকার মধ্যে থাকা ওই কাঁকড়াটি পাহারা দেওয়ার জন্য একজনকে ৫০০ টাকাও দিয়েছিলাম। কিন্তু আজ সকালে এসে দেখি নৌকার মধ্যে কাঁকড়াটি নেই। রাতের আঁধারে এটি চুরি করে নিয়ে গেছে।’ 

ফারুক মাঝি জানান, ‘গত বুধবার তজুমদ্দিনে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জালে ধরা পরে বিরল প্রজাতির কাঁকড়াটি। পরে নৌকায় তুলে একটি পাত্রে পানিতে রেখে দিই। গত ছয় দিন এভাবেই ছিল।’ 

ফারুক মাঝি আরও বলেন, ‘এ ধরনের কাঁকড়া এর আগে কখনো দেখিনি। লোক মুখে শুনেছি এই কাঁকড়ার দাম অনেক। তাই অনেক টাকায় বিক্রির আশায় রেখে দিয়েছিলাম। এ কাঁকড়াটির ওজন প্রায় ৩০০ গ্রাম। কাঁকড়াটি দেখতে অনেকটা পান পাতা মাছের মতো। শক্ত পিঠের ওপরে চোখ, নিচের অংশে মুখ ও ছোট ছোট অনেক পা। পেছনে রয়েছে একটি সরু লেজ।’ 

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদ উল্যাহ আজকের পত্রিকাকে বলেন, এই কাঁকড়াটি নাম লিমুলাস। এটি রাজ কাঁকড়া নামেও পরিচিত। এরা প্রধানত অগভীর সমুদ্র ও নরম বালু বা কাদা সমৃদ্ধ সমুদ্রতলে বাস করে। ডাঙায় সচরাচর পাওয়া যায়। এগুলোর দাম বেশি নয়।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা