হোম > সারা দেশ > বরিশাল

কম দামে মরিচ বিক্রির বিরোধ: আহত আরও ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে কম দামে কাঁচামরিচ বিক্রি নিয়ে বিরোধের ঘটনায় ছুরিকাঘাতে আহত আরও এক সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে। গতকাল রোববার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত সবজি বিক্রেতা আলমগীর (৪০) হোসেন নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের দিয়াপাড়া গ্রামের তিনু মাঝির ছেলে। এর আগে শনিবার নগরীর কাশীপুর বাজারে কাঁচামরিচ বিক্রি নিয়ে বিরোধের ঘটনায় ছুরিকাঘাতে ঘটনাস্থলে নিহত হন সবজি বিক্রেতা কামাল হোসেন (৩০)। 

নগরীর কাশীপুর বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক ফরিদ আহমেদ মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। 

জানা গেছে, শনিবার কাশীপুর বাজারে সকাল থেকে ৩০০ টাকা কেজি করে কাঁচামরিচ বিক্রি করে ব্যবসায়ীরা। বাজার সংলগ্ন সড়কে ভ্যানে করে একই মরিচ সোহেল রানা বিক্রি করছিল ১২০ টাকা দরে। 

খবর পেয়ে আলমগীর হোসেনসহ কাঁচাবাজারের সব সবজি বিক্রেতা এক জোট হয়ে সোহেল রানার ওপর হামলা চালায়। তখন সোহেল আত্মরক্ষায় সবজি কাটার চাকু হাতে নিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই নিহত হন সবজি বিক্রেতা কামাল হোসেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সবজি বিক্রেতা সোহেল রানাকে আহতাবস্থায় পুলিশ গ্রেপ্তার করে। 

পরে নিহত সবজি বিক্রেতা কামাল হোসেনের স্ত্রী মাহফুজা বেগম বাদী হয়ে সোহেল রানাকে একমাত্র আসামি করে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা