হোম > সারা দেশ > বরিশাল

গাছের সঙ্গে বেঁধে যুবকের নখ তোলার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি 

গাছের সঙ্গে বেঁধে যুবকের নখ প্লায়ার্স দিয়ে টেনে তুলেন যুবলীগ নেতা। ছবি: আজকের পত্রিকা

নেছারাবাদে মো. পারভেজ (৩২) নামের এক যুবককে স্ত্রী ও বৃদ্ধা মায়ের সামনে থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে মো. কামরুল হাসান খোকন নামের এক যুবলীগ নেতার বিরুদ্ধে। কামরুল হাসান খোকন উপজেলার উত্তর পশ্চিম সোহাগদল গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি ওই ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক।

খোকন ওই যুবকের মাথা গাছের সঙ্গে থেঁতলে দিয়ে তাঁর হাতের নখ প্লায়ার্স দিয়ে টেনে উঠিয়ে ফেলেন। এ সময় ওই যুবকের বৃদ্ধা মা হনুফা বেগম, স্ত্রী পপি বেগম ও তাঁর শিশুসন্তান খোকনের পায়ে পড়ে। কিন্ত তারপরেও রক্ষা করা যায়নি। যুবককে নির্যাতনের পর খোকন তাঁকে নেছারাবাদ থানায় হস্তান্তর করেন। পুলিশ তাঁকে পুরোনো একটি ডাকাতি মামলায় জেলহাজতে পাঠিয়েছে।

ঘটনাটি গত ২৬ এপ্রিল সকালে উপজেলার উত্তর–পশ্চিম সোহাগদল গ্রামে ঘটার পর গতকাল মঙ্গলবার বিষয়টি প্রকাশ্যে এসেছে। এ বিষয়ে বিচার চেয়ে ওই যুবকের মা হনুফা বেগম আজ বুধবার বাদী হয়ে নেছারাবাদ থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

বিষয়টি জানতে সাংবাদিকেরা ভুক্তভোগীর বাসায় গেলে হনুফা বেগম হাউমাউ করে কেঁদে ওঠেন। তিনি বলেন, ‘২৬ এপ্রিল সকালে মেম্বর খোকন মিয়া একটি চুরির অভিযোগে আমাদের ঘরে এসে পারভেজকে ঘুম থেকে তুলে বাইরে নিয়ে যায়। আমার ছেলেকে গাছের সঙ্গে বেঁধে মাথা ধাক্কাইয়া থেঁতলে দেয়। একপর্যায়ে প্লায়ার্স দিয়ে ছেলের হাতের আঙুলের নখ টেনে ধরে চুরির কথা স্বীকার করায়। এ সময় ছেলেকে বাঁচাতে আমি, আমার ছেলের বউ ও ছোট নাতি মেম্বরের হাতে–পায়ে ধরলেও তাঁর মায়া হয়নি। নির্মম নির্যাতন করার পর তাকে থানায় দিয়ে আসেন মেম্বর।’

মারধরের বিষয় স্বীকার করে অভিযুক্ত যুবলীগ নেতা ইউপি সদস্য কামরুল হাসান খোকন বলেন, ‘পারভেজ একটা চোর। তাই তাকে ধরে একটু মারধর করেছি। মূলত তার স্বীকারোক্তি নিতে প্লায়ার্স দিয়ে একটু ভয় দেখাইছি। পরে পুলিশের হাতে তুলে দিয়েছি।’ এভাবে একজনকে ধরে নির্মমভাবে নির্যাতন করা যায় কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি একজন ইউপি সদস্য। একটু মারলে কী হয়?’

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন বলেন, ‘ওই যুবক চুরির কথা আমাদের কাছে বলেছে। মেম্বর তাঁকে আমাদের কাছে নিয়ে এসেছিলেন। পরে একটি মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজোতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ওই যুবকের মা বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার