হোম > সারা দেশ > পটুয়াখালী

কুয়াকাটায় অনির্দিষ্টকালের জন্য খাবারের হোটেল বন্ধ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কুয়াকাটায় বারবার মোবাইলকোর্ট পরিচালনায় ক্ষুব্ধ হয়ে অনির্দিষ্টকালের জন্য খাবারের হোটেল বন্ধের ঘোষণা দিয়েছে কুয়াকাটা খাবার হোটেল মালিক সমিতি। মঙ্গলবার দিবাগত রাত ১০টায় মালিক সমিতির সভাপতি সেলিম মুন্সি এ ঘোষণা দেন। এ সময় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। 

হোটেল মালিক সমিতির সভাপতি সেলিম মুন্সি বলেন, ‘প্রতিদিন নির্বাহী ম্যাজিস্ট্রেট খাবারের হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। কিন্তু একই হোটেলে একাধিকবার জরিমানা করা হয়। মোবাইলকোর্টের নামে আমাদের হয়রানি করা হচ্ছে। তাই সব হোটেল মালিক একত্রিত হয়ে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।’ 

কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম বাচ্চু আজকের পত্রিকাকে জানান, হোটেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকলে পর্যটকদের ভোগান্তি হবে। তাই বিষয়টি দ্রুত সমাধান হওয়া দরকার। 

ঢাকা থেকে কুয়াকাটা ভ্রমণে আসা পর্যটক জান্নাতুল ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবার নিয়ে এখানে ঘুরতে এসেছি। সকালে নাশতা খেতে গিয়ে দেখি হোটেল বন্ধ। আমরা এ অবস্থার পরিত্রাণ চাই।’ 

কুয়াকাটা হোটেল সী গালের ম্যানেজার মো. সেন্টু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘এক মাসে আমার হোটেলে সামান্য অজুহাতে তিনবার মোবাইলকোর্ট পরিচালনা করা হয়েছে। এমনিতেই ব্যবসা ভালো যাচ্ছে না, তার ওপর বারবার হয়রানির শিকার হচ্ছি আমরা।’ তিনি হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। 

খাবার হোটেল মালিক সমিতির সভাপতি সেলিম মুন্সি আজকের পত্রিকাকে জানান, গত ১১ আগস্ট আল-মদিনা নামের একটি হোটেলে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। তখন ওই হোটেল মালিক তাঁর সমস্যা সমাধানের জন্য ১৫ দিন সময় চেয়ে নেন। কিন্তু মঙ্গলবার আবার ওই হোটেলকেই ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। হোটেল মালিক জরিমানা না দিতে পারায় তাঁকে বেশ কিছুক্ষণ আটকে রাখা হয়। 

সেলিম মুন্সি আরও বলেন, ‘খাবারের হোটেল বন্ধে পর্যটকেরা যাতে বড় ধরনের সমস্যায় না পড়েন, প্রশাসন বিষয়টি সহজ করে দেখলে আমরা হোটেল খুলে দেব।’

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘কুয়াকাটায় পর্যটকেরা এসে যাতে কোনোভাবে প্রতারিত না হন, সে কারণেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের হোটেল খোলার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া তাঁদের যদি কোনো কথা থাকে, সেটা জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমাধানের কথা জানিয়েছি।’ 

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ