হোম > সারা দেশ > ঝালকাঠি

অটোরিকশা-ট্রাকের সংঘর্ষে মা-মেয়ে নিহত

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজিচালিত অটোরিকশা চালকসহ আরও দুজন। 

আজ সোমবার ভোর ৫টার দিকে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। 

নিহতেরা হলেন রাজাপুর উপজেলার পুটিয়াখালি এলাকার ফিরোজ খানের স্ত্রী হালিমা বেগম (৩৫) ও তাঁর মেয়ে ছোয়ামনি (১৭)। এ ঘটনায় নিহতের স্বামী ফিরোজ খানও আহত হয়েছেন। তবে চালকের পরিচয় পাওয়া যায়নি। 

আহতদের গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে নলছিটি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর পরই ট্রাকচালক পালিয়ে যান। 

স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে ভাঙ্গারি মালামালসহ একটি মিনিট্রাক বরগুনার জেলার বামনা থানা থেকে বরিশাল যাচ্ছিল। বরিশাল থেকে ঝালকাঠিগামী অটোরিকশা অতিক্রম করার সময় ট্রাকের ধাক্কা লাগে। এ সময় অটোরিকশায় থাকা চালকসহ চারজন যাত্রীর আহত হয়। তাঁদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় দুজন মারা যান। 

ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন, দুর্ঘটনায় কবলিত ট্রাক ও সিএনজি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম