হোম > সারা দেশ > পিরোজপুর

নেছারাবাদে স্কুল শুরুর ১ ঘণ্টার মধ্যে অসুস্থ ১৫ ছাত্রী

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ ছাত্রীদের পাশে উদ্বিগ্ন অভিভাবকেরা। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার একটি স্কুলের ১৫ ছাত্রী মাথা ঘুরে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। চিকিৎসকেরা এটাকে ম্যাস হিস্টেরিয়া রোগ বলে জানিয়েছেন।

আজ মঙ্গলবার (২৭ মে) দুপুর প্রায় ১২টার দিকে উপজেলার আরামকাঠি হাজি ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। স্কুলের শিক্ষকেরা অসুস্থ ছাত্রীদের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক অসুস্থ ছাত্রীদের ভর্তি দিয়ে চিকিৎসা দিচ্ছেন। খবর পেয়ে অভিভাবকেরা হাসপাতালে ছুটে এসেছেন। হঠাৎ একসঙ্গে এত ছাত্রীর অসুস্থ হয়ে পড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকেরা। তবে হাসপাতালের চিকিৎসক ও নার্সেরা বলেছেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিকিৎসা চলছে। ছাত্রীরা শিগগির সুস্থ হয়ে উঠবে।

আরামকাঠি হাজি ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শাহজালাল হাওলাদার বলেন, স্কুল শুরুর এক ঘণ্টার মাথায় প্রথমে ভবনের দ্বিতীয়তলা থেকে অষ্টম শ্রেণির একটি মেয়ে অসুস্থ হয়ে পড়ে। ক্রমেই তার শ্বাস-প্রশ্বাস বেড়ে যায়। আমরা শিক্ষকেরা দৌড়ে তার কাছে গেলে পরক্ষণেই ওই শ্রেণির আরও চারটি মেয়ে অসুস্থ হয়ে পড়ে। ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণি মিলিয়ে মোট ১৫ জন ছাত্রী একইভাবে অসুস্থ হয়ে পড়ে। দ্রুত স্কুল ছুটি দিয়ে অভিভাবকদের খবর দেওয়া হয়। পরে দ্রুত তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ভর্তি নেন। তাদের অক্সিজেন দিয়ে স্যালাইন দেওয়া হচ্ছে।

কর্তব্যরত চিকিৎসক লিমা আক্তার বলেন, হটাৎ অসুস্থ হয়ে একসঙ্গে ১৫ ছাত্রী হাসপাতালে এসেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি নেওয়া হয়েছে। অসুস্থদের অক্সিজেন দিয়ে স্যালাইন লাগানো হয়েছে। তিনি জানান, এটাকে ম্যাস হিস্টেরিয়া বলা হয়। ভয়ের কোনো কারণ নেই। তারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। তিনি বলেন, ‘সাধারণত এই মৌসুমে বিদ্যালয়ের দু-চারজন শিক্ষার্থী এই রোগ নিয়ে হাসপাতাল আসে। তবে কেন যেন মনে হচ্ছে, এ বছর এর চাপ অনেকটা বেশি। তবে এর কারণ খুঁজে পাওয়া যায়নি।’

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি