হোম > সারা দেশ > বরিশাল

ঈগল মার্কাই নৌকা, নৌকা মার্কাই ঈগল: এমপি পংকজ নাথ

হিজলা (বরিশাল) প্রতিনিধি

বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনে স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথ বলেছেন, ‘ঈগল মার্কাই নৌকা, আর নৌকা মার্কাই ঈগল। আজ বৃহস্পতিবার সকালে হিজলায় এক নির্বাচনী আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

দলীয় নেতা-কর্মীদের নিয়ে আজ বৃহস্পতিবার সকালে নির্বাচনী প্রচারে বের হন পংকজ নাথ। উপজেলার বঙ্গবন্ধুর ম্যুরাল থেকে ঈগল মার্কার সমর্থনে প্রচারে নামেন তিনি। বঙ্গবন্ধু ম্যুরালে সংক্ষিপ্ত আলোচনা শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদর হয়ে খুন্না বাজার ডাকবাংলোতে গিয়ে শেষ হয়। তখন স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে আলোচনা সভা করেন করেন তিনি।

পংকজ নাথ এ সময় বলেন, ‘যখন নৌকা প্রতীকের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ নিয়ে এসেছি। তাই আগামী ৭ জানুয়ারি ঈগল মার্কায় ভোট চাই। ঈগল মার্কাই নৌকা, আর নৌকা মার্কাই ঈগল।’ এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, নাজমা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাজাহান তালুকদার, মেমানিয়া ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন, হরিনাথপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুর রহমান প্রমুখ।

তরমুজ ‘বিপ্লবে’ সারসংকট

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মুলা পাঠালেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা

বরিশালে যুবকের লাশ হাসপাতালে রেখে পলায়ন, শরীরে পোড়া দাগ, গ্রেপ্তার ৩

বরিশাল সিটি করপোরেশন: চাকরি স্থায়ীকরণের দাবিতে নগর ভবনে বিক্ষোভ, কর্মবিরতির ঘোষণা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন ১৪ ফেব্রুয়ারি

নির্বাচন নিয়ে টালবাহানা করলে মানুষ উৎখাত করবে: চরমোনাই পীর

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে র‍্যাগিং, তদন্তে ৪ সদস্যের কমিটি

বাউফলে অজ্ঞাত রোগে ৬ মহিষের মৃত্যু

সমতল জমিতে কমলা চাষে সফল দশমিনার আনিছুর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ