পিরোজপুর সদর উপজেলায় আগুনে পুড়ে সোহেল হাওলাদার (২৮) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর চারটার দিকে পিরোজপুর পৌরসভার ভাইজোড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সোহেল ওই এলাকার নজরুল ইসলাম হাওলাদারের ছেলে।
নিহতের পরিবার জানান, ভোরের দিকে সোহেলের শয়নকক্ষে আগুন লাগে। এ সময় পরিবারের সদস্যরা আগুন দেখে তাঁকে ডাকলেও ঘুম ভাঙাতে পারেননি। পরিবারের সদস্যরাসহ স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে কক্ষের ভেতরে থাকা সোহেলকে উদ্ধার করতে পারেননি তাঁরা।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভালে ঘরের ভেতর থেকে মৃত অবস্থায় সোহেলকে উদ্ধার করেন।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আব্দুর রশিদ হক জানান, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ঘরের ভেতরে থাকা সোহেলকে জীবিত উদ্ধার করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের চুলা থেকে আগুনের উৎপত্তি।