হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল চেম্বার অব কমার্সের নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব, সাবেক সভাপতিকে লাঞ্ছিতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল চেম্বার অব কমার্সের নেতৃত্ব নিয়ে বিরোধের জেরে সংগঠনের সাবেক সভাপতি শেখ আব্দুর রহিম প্রতিপক্ষের হাতে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত রোববার রাত পৌনে ১২টায় নগরের আমানতগঞ্জ এলাকায় সদস্যসচিব ইলিয়াস হোসেনের বাসার সামনে এ ঘটনা ঘটে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা বলেও অভিযোগ উঠেছে। 

একই এলাকার বাসিন্দা সাবেক সভাপতি এবায়েদুল হক চাঁন বলেন, ‘হট্টগোলের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শেখ রহিমকে উদ্ধার করি।’ 

শেখ আব্দুর রহিম বলেন, ‘আমি সভাপতি নির্বাচন করব। আমাকে ঠেকাতে ভুয়া ভোটার করা হচ্ছে। সব কাগজপত্র বাসায় নিয়ে ঘষামাজা ও পেছনের তারিখ দেখিয়ে এসব করা হচ্ছে। রোববার রাতে ইলিয়াসের বাসায় এই কার্যক্রম চলাকালে খবর পেয়ে ওই বাসায় যাই। তখন চাঁন ও ইলিয়াস তাদের বাহিনী নিয়ে পরিকল্পিতভাবে আমার ওপর হামলা করেছে।’ 

অভিযোগের বিষয় জানতে চাইলে ইলিয়াস আজকের পত্রিকাকে বলেন, ‘সাবেক সভাপতি শেখ আব্দুর রহিম রাতে আমার বাসায় ঢুকে সংগঠনের নিবন্ধন খাতাসহ আরও কাগজপত্র ছিনিয়ে ইজিবাইকে উঠে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা ধাওয়া করে তাঁকে মারধর করেছে।’

ইলিয়াস আরও বলেন, শেখ আব্দুর রহিম সংগঠনের পদ দখলে নিতে চান। তার বিভিন্ন হুমকির কারণে নিবন্ধিতসহ যাবতীয় কাগজপত্র বাসায় এনে সাংগঠনিক কাজ করতে হয়। 

চেম্বারের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন মানিক বলেন, ‘রোববার রাতে সদস্যসচিবের বাসায় সাবেক সভাপতি রহিম যাওয়ার পর সেখানে ঝামেলা হয়েছে বলে শুনেছি।’ 

প্রসঙ্গত, আগামী ৬ জানুয়ারি বরিশাল চেম্বার অব কমার্সের নির্বাচন করার প্রস্তুতি চলছে। শেখ আব্দুর রহিম ওয়ান ইলেভেন সরকারের সময়ে সভাপতি ছিলেন। গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর জাতীয় পার্টির নেতা জাহাঙ্গীর হোসেন মানিককে আহ্বায়ক ও ইলিয়াস হোসেনকে সদস্যসচিব করে বরিশাল চেম্বারের নতুন নেতৃত্ব গঠন করা হয়।

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু