বরিশাল সরকারি মহিলা কলেজের একজন সিনিয়র শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত বাংলা বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ওবায়দুর রহমান তালুকদার ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করেছেন কি না, তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার (২৯ মে) তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে ঘটনা ধামাচাপা দিতে অভিযোগকারী ছাত্রীদের কয়েকজনকে বৃহস্পতিবার ডেকে অভিযোগ প্রত্যাহারের জন্য কলেজের উপাধ্যক্ষ লিখিত নিয়েছেন বলে ছাত্রীরা দাবি করেছেন। বুধবার বাংলা বিভাগের ছাত্রীদের একাংশ বিভাগীয় প্রধান ওবায়দুর রহমানের বিরুদ্ধে অশোভন আচরণের ৪টি গুরুতর অভিযোগ তুলেছিলেন।
জানতে চাইলে বরিশাল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ওই ঘটনায় বৃহস্পতিবার কলেজের শৃঙ্খলা ও ছাত্রকল্যাণ উপদেষ্টা কমিটির সভা করা হয়। সভায় ঘটনাটি তদন্তে ৩ সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে। কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়াও হয়েছে।
এর আগে বুধবার বাংলা বিভাগের প্রধান ওবায়দুর রহমানের বিরুদ্ধে অশোভন আচরণে লিখিত অভিযোগ দেন ছাত্রীরা।
তবে কলেজের বাংলা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ওবায়দুর রহমান তালুকদার বলেন, এসব অভিযোগ বানোয়াট। তদন্ত ছাড়া এগুলো এখনো প্রমাণিত নয়। তিনি দাবি করেন, বিভাগে ৩ জন অতিথি শিক্ষক ছাত্রীদের দিয়ে এমন অভিযোগ দিয়েছেন।
এ প্রসঙ্গে অতিথি শিক্ষক তানজিলা বেগম সকাল জানিয়েছেন, ‘উনি (ওবায়দুর রহমান) শিক্ষক নামের কলঙ্ক। উনি বিশ্রী ভাষায় কথা বলেন। কুরুচিপূর্ণ যে ভাষায় আমাদের সঙ্গে কথা বলেছেন, তা বলার নয়। আমরা ৩ জন অতিথি টিচার ইজ্জত নিয়ে ফিরেছি।’