হোম > সারা দেশ > বরিশাল

বঙ্গবন্ধু কলোনিতে আগুন, ক্ষতিগ্রস্তদের পাশে মেয়র প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বরিশাল নগরীর বঙ্গবন্ধু কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি বসত ঘর পুড়ে গেছে। আজ শুক্রবার দুপুরে নগরীর চাঁদমারি মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে পাঁচটি ঘর আগুনে পুড়ে যায় এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয় আরও দুটি ঘর। এ ছাড়া দ্রুত আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অবস্থান নেয় নৌযান ‘অগ্নিযোদ্ধা’।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বরিশাল সিটি করপোরেশনে নির্বাচনে বিভিন্ন দলের মনোনীত মেয়র প্রার্থীরা। এ সময় তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন।

প্রার্থীরা হলেন–আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী ফয়জুল করিম এবং জাতীয় পার্টির লাঙল প্রতীকের মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. বেলাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয় জনগণ, পুলিশ প্রশাসন সঙ্গে নিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি এখানের বাসিন্দা কালাম নামের এক ব্যক্তির বসতঘরের বৈদ্যুতিক মিটার থেকে বৈদ্যুতিক গোলযোগে আগুন লাগতে পারে।’

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞা আজকের পত্রিকাকে বলেন, ‘এখানে চার থেকে পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আহত অবস্থায় তিন থেকে চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের গায়ে আগুনের ঠোসকা পরেছে।’

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

মা-মেয়ে খুন: প্রথমবার শ্বশুরবাড়িতে গৃহকর্মী আয়েশা, ফিরলেন গ্রেপ্তার হয়ে

শখের হাঁসটি ধরে নিয়ে গেলেন এনজিও কর্মীরা

৮ দফা দাবিতে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের