পিরোজপুরের মঠবাড়িয়ায় আমিরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল বুধবার নিহতের ভাই মাওলানা মো. নূরুল ইসলাম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও পাঁচজনের বিরুদ্ধে মামলাটি করেছেন।
এদিকে এই ঘটনায় আটক চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। ঘটনার রাতেই তাঁদের আটক করা হয়েছিল। তাঁরা হলেন চালিতাবুনিয়া গ্রামের হায়দার আলী (৫১), তাঁর ছেলে তাহসিন আরবি (১৯), নিয়াজ মাহমুদ (১৭) ও হোসাইন (১৮)। নিহত আমিরুল ইসলাম ওই গ্রামের মোকসেদ আলী হাওলাদারের ছেলে। তাঁর দুই সন্তান রয়েছে।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে আমিরুল বাড়ি থেকে স্থানীয় চালিতাবুনিয়া দীনিয়া দাখিল মাদ্রাসা মাঠে ওয়াজ মাহফিলে যান। মাহফিল শেষে রাত দেড়টার দিকে গ্রামের সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই পুলিশ আমিরুলের লাশ উদ্ধার করে। ঘটনার পরপরই হায়দার আলী, তাহসিন আরবি, নিয়াজ মাহামুদ ও হোসাইনকে আটক করে পুলিশ।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, আটক চারজনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন করে রিমান্ড চেয়ে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।