হোম > সারা দেশ > ঝালকাঠি

কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ২৩টি চুল্লি ধ্বংস

ঝালকাঠি প্রতিনিধি  

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় চেঁচরীরামপুর ইউনিয়নের তফছেরের খেয়াঘাট এলাকায় কয়লা তৈরির চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ২৩টি অবৈধ চুল্লি গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় চুল্লির ম্যানেজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার (১৬ মে) সকালে উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের তফছেরের খেয়াঘাট এলাকায় এই অভিযান চলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম এই অভিযান চালান। এ সময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা, পরিদর্শক মো. আমিনুল হক। এ বিষয়ে ইউএনও জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, পরিবেশদূষণকারী কাঠ দিয়ে কয়লা তৈরির ২৩টি অবৈধ চুল্লি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় চুল্লির দায়িত্বে থাকা ম্যানেজার মো. সেলিম হাওলাদারের কাছ থেকে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২-এর ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করে তা নগদ আদায় করা হয়েছে। তিনি আরও বলেন, পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি জেলা কার্যালয়ের তথ্য অনুযায়ী এই অভিযান চালানো হয়। এ সময় ওই দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অভিযানে কাঠালিয়া থানা-পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সহযোগিতা করেন।

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার