হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠকসহ ৩ নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

জেলা কমিটির মুখ্য সংগঠক হাসিবুল আলম তুরান, যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম আবিদ ও সদস্য তাহসিন আহমেদ রাতুলের পদত্যাগ ঘোষণা। ছবি: আজকের পত্রিকা

বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠকসহ তিন নেতা পদত্যাগ করেছেন। তাঁরা সংগঠনের অন্যদের বিরুদ্ধে চাঁদাবাজি ও মব সৃষ্টির অভিযোগ করেছেন। আজ রোববার (১ জুন) রাতে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন এই তিনজন।

পদত্যাগ করা নেতারা হলেন জেলা কমিটির মুখ্য সংগঠক হাসিবুল আলম তুরান, যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম আবিদ ও সদস্য তাহসিন আহমেদ রাতুল।

সংবাদ সম্মেলনে তুরান বলেন, সংগঠনের জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহসিন উদ্দিন সাবেক ছাত্রশিবির নেতা। তিনি কিছু দিন আগে নগরীতে চাঁদাবাজি ও অপ্রীতিকর ঘটনা ঘটান। এর সঙ্গে তিনি (তুরান) জড়িত নন। তারপরও তাঁর নাম জড়ানো হয়েছে।

এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক লক্ষ্য ও উদ্দেশ্য পরিষ্কার না করে রাজনৈতিক মব তৈরি করে সামাজিক অস্থিরতা সৃষ্টি করছে। সাংগঠনিক ও রাজনৈতিকভাবে শিক্ষিত ও সচেতনতা তৈরিতে ব্যর্থ হয়েছে।

পুরোনো রাজনৈতিক ধারায় দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মামলা-বাণিজ্য ও সাম্প্রদায়িক উসকানি সৃষ্টি করছে। এমনকি নিজেদের মধ্যে কোন্দলে লিপ্ত। এখন নারীরা রাস্তায় নামতে ভয় পায়। তাঁদের নানা অপবাদ ও ট্যাগ দেওয়া হয়।

এ ছাড়া বিভিন্ন প্রকৌশল দপ্তরে গিয়ে ঠিকাদারির কাজ পেতে নেতারা তদবির করছেন। তাঁদের এসব কর্মকাণ্ড জুলাইয়ের শহীদ-আহত ব্যক্তিদের রক্তের সঙ্গে বেইমানির শামিল।

এসব ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক সাব্বির হোসেন আজ রাতে বলেন, ‘আমি কিছুক্ষণ আগে শুনেছি যে সংগঠনের তিনজন পদত্যাগ করেছেন। তাঁরা পদত্যাগের বিষয়টি আমাকে অবগত করেননি।’ তিনি দাবি করেন, ‘প্রায়ই অনেকেই এমন অভিযোগ করে থাকে। দলে অপকর্ম হয়ে থাকলে তারা কেন আগে প্রতিবাদ করেনি। আমার কাছেও অপকর্মের কোনো প্রমাণ নেই। থাকলে ব্যবস্থা নেওয়া হতো।’

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ