হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠকসহ ৩ নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

জেলা কমিটির মুখ্য সংগঠক হাসিবুল আলম তুরান, যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম আবিদ ও সদস্য তাহসিন আহমেদ রাতুলের পদত্যাগ ঘোষণা। ছবি: আজকের পত্রিকা

বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠকসহ তিন নেতা পদত্যাগ করেছেন। তাঁরা সংগঠনের অন্যদের বিরুদ্ধে চাঁদাবাজি ও মব সৃষ্টির অভিযোগ করেছেন। আজ রোববার (১ জুন) রাতে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন এই তিনজন।

পদত্যাগ করা নেতারা হলেন জেলা কমিটির মুখ্য সংগঠক হাসিবুল আলম তুরান, যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম আবিদ ও সদস্য তাহসিন আহমেদ রাতুল।

সংবাদ সম্মেলনে তুরান বলেন, সংগঠনের জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহসিন উদ্দিন সাবেক ছাত্রশিবির নেতা। তিনি কিছু দিন আগে নগরীতে চাঁদাবাজি ও অপ্রীতিকর ঘটনা ঘটান। এর সঙ্গে তিনি (তুরান) জড়িত নন। তারপরও তাঁর নাম জড়ানো হয়েছে।

এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক লক্ষ্য ও উদ্দেশ্য পরিষ্কার না করে রাজনৈতিক মব তৈরি করে সামাজিক অস্থিরতা সৃষ্টি করছে। সাংগঠনিক ও রাজনৈতিকভাবে শিক্ষিত ও সচেতনতা তৈরিতে ব্যর্থ হয়েছে।

পুরোনো রাজনৈতিক ধারায় দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মামলা-বাণিজ্য ও সাম্প্রদায়িক উসকানি সৃষ্টি করছে। এমনকি নিজেদের মধ্যে কোন্দলে লিপ্ত। এখন নারীরা রাস্তায় নামতে ভয় পায়। তাঁদের নানা অপবাদ ও ট্যাগ দেওয়া হয়।

এ ছাড়া বিভিন্ন প্রকৌশল দপ্তরে গিয়ে ঠিকাদারির কাজ পেতে নেতারা তদবির করছেন। তাঁদের এসব কর্মকাণ্ড জুলাইয়ের শহীদ-আহত ব্যক্তিদের রক্তের সঙ্গে বেইমানির শামিল।

এসব ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক সাব্বির হোসেন আজ রাতে বলেন, ‘আমি কিছুক্ষণ আগে শুনেছি যে সংগঠনের তিনজন পদত্যাগ করেছেন। তাঁরা পদত্যাগের বিষয়টি আমাকে অবগত করেননি।’ তিনি দাবি করেন, ‘প্রায়ই অনেকেই এমন অভিযোগ করে থাকে। দলে অপকর্ম হয়ে থাকলে তারা কেন আগে প্রতিবাদ করেনি। আমার কাছেও অপকর্মের কোনো প্রমাণ নেই। থাকলে ব্যবস্থা নেওয়া হতো।’

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে