হোম > সারা দেশ > বরিশাল

ববির ট্রেজারার সাবেক সেনা কর্মকর্তাকে যোগদানে বাধা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ফাইল ছবি

যোগদান না করে ফিরে গেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ট্রেজারার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল আবু হেনা মোস্তফা কামাল খান। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ে যোগদান করতে গেলে শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা গেছে, আজ রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয়ে এসে ট্রেজারার যোগদানের চেষ্টা করেন। কিন্তু শিক্ষার্থীরা তাকে ড. কলিমুল্লাহর দোসর হিসেবে চিহ্নিত করে যোগদানে বাধা দেন। এর আগে আবু হেনা মোস্তফা কামাল খান রংপুর বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার হিসেবে থাকাকালীন দুর্নীতিতে যে জড়িয়ে পরেন তা তুলে ধরেন ছাত্ররা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম বলেন, ‘নতুন ট্রেজারার গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে যোগদান করতে আসেন। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের চাপের মুখে যোগদান করতে পারেনি।’

এদিকে নতুন ট্রেজারার অবসরপ্রাপ্ত কর্নেল আবু হেনা মোস্তফা কামাল খান যোগদান করতে গেলে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) প্রফেসর ড. শুচীতা শরমিন পার্শ্ববর্তী মেরিন একাডেমির একটি কর্মসূচিতে ছিলেন। পরে রাতেই তিনি ঢাকায় চলে যান। এর আগে ট্রেজারার তার সঙ্গে যোগাযোগ করেও কোন ইতিবাচক সাড়া পাননি বলে জানা গেছে।

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা

২৫ ঘণ্টায় ২২ লাখ টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ

দুমকীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩০

নির্বাচনে আর্থিক সহযোগিতা চেয়ে ব্যারিস্টার ফুয়াদের ভিডিও পোস্ট

শৈশবে মা-বাবা হারানো ববি ছাত্রের মৃত্যু `অপবাদে'

ভোলায় স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা: মামলার আসামি কারাগারে

বরিশাল-১, ৪ ও ৫: জটিল হচ্ছে বরিশালের তিনটি আসনের হিসাব