হোম > সারা দেশ > বরিশাল

ববির ট্রেজারার সাবেক সেনা কর্মকর্তাকে যোগদানে বাধা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ফাইল ছবি

যোগদান না করে ফিরে গেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ট্রেজারার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল আবু হেনা মোস্তফা কামাল খান। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ে যোগদান করতে গেলে শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা গেছে, আজ রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয়ে এসে ট্রেজারার যোগদানের চেষ্টা করেন। কিন্তু শিক্ষার্থীরা তাকে ড. কলিমুল্লাহর দোসর হিসেবে চিহ্নিত করে যোগদানে বাধা দেন। এর আগে আবু হেনা মোস্তফা কামাল খান রংপুর বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার হিসেবে থাকাকালীন দুর্নীতিতে যে জড়িয়ে পরেন তা তুলে ধরেন ছাত্ররা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম বলেন, ‘নতুন ট্রেজারার গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে যোগদান করতে আসেন। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের চাপের মুখে যোগদান করতে পারেনি।’

এদিকে নতুন ট্রেজারার অবসরপ্রাপ্ত কর্নেল আবু হেনা মোস্তফা কামাল খান যোগদান করতে গেলে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) প্রফেসর ড. শুচীতা শরমিন পার্শ্ববর্তী মেরিন একাডেমির একটি কর্মসূচিতে ছিলেন। পরে রাতেই তিনি ঢাকায় চলে যান। এর আগে ট্রেজারার তার সঙ্গে যোগাযোগ করেও কোন ইতিবাচক সাড়া পাননি বলে জানা গেছে।

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর