হোম > সারা দেশ > বরিশাল

শম্ভুর প্রতিপক্ষকে ‘হুমকি’ দেওয়া সেই ইউপি চেয়ারম্যান কারাগারে

বরগুনা প্রতিনিধি

বরগুনা-১ আসনে নৌকার প্রার্থী শম্ভুর প্রতিপক্ষকে ‘হুমকি’ দিয়ে বক্তব্য দেওয়া সেই ইউপি চেয়ারম্যান মতিউর রহমানের জামিন আদেশ বাতিল করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার বরগুনার জ্যেষ্ঠ বিচারিক আদালতের হাকিম রাসেল মজুমদার এই আদেশ দেন।

আদালতের জিআরও মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মতিউর রহমান রাজা বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপি (নজরুল-হালিম) কমিটির সদস্য ছিলেন। গত বছরের নভেম্বরে নাশকতা সৃষ্টির অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে বিএনপির শতাধিক নেতা-কর্মীর নামে থানায় দুটি মামলা করে পুলিশ। সেই মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

জানা যায়, গত ২৪ ডিসেম্বর সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নে গৌরীচন্না মাধ্যমিক বিদ্যালয় মাঠে নৌকা প্রতীকের জনসভায় ভোট চেয়ে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান মতিউর রহমান রাজা। এ সময় ওই মঞ্চে নৌকার প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু উপস্থিত ছিলেন।

এ ঘটনায় পরদিন (সোমবার) বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ২৫ ডিসেম্বর রাজাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে নাশকতা সৃষ্টির চেষ্টা এবং বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযোগে করা ওই দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

পরদিন ২৬ ডিসেম্বর নৌকার প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু নিজেই আদালতে জামিন আবেদন করে নিজের জিম্মায় পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

জামিনের পর ২ জানুয়ারি উপজেলার তালতলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নৌকার নির্বাচনী জনসভায় তিনি ‘৭ তারিখের (জানুয়ারি) পরে আমার নেতার নেতৃত্বে প্রতিশোধ নেওয়া হবে’ বলে প্রতিপক্ষকে (স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু) হুমকি দিয়ে বক্তব্য দেন।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ