হোম > সারা দেশ > বরিশাল

মাদ্রাসা সভাপতির স্বাক্ষর জাল করায় মামলা, সুপার কারাগারে

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী দশমিনা উপজেলায় মাদ্রাসা সভাপতির স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা উত্তোলনের চেষ্টা করায় থানায় মামলা করা হয়েছে। আজ বুধবার দুপুরে মাদ্রাসা সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন। 

এর আগে গত মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ আরোজবেগী দাখিল মাদ্রাসার সুপার মোশারফ হোসেন অগ্রণী ব্যাংক দশমিনা শাখায় ৪৩ হাজার টাকা উত্তোলনের জন্য একটি চেক জমা দেন। ব্যবস্থাপক চেকের স্বাক্ষর যাচাই-বাছাই করে দেখেন ওই মাদ্রাসার সভাপতির স্বাক্ষর মিলছে না। তখন সুপারকে জিজ্ঞাসা করলে তিনি বলেন এ স্বাক্ষর সভাপতির। 

ব্যাংক ব্যবস্থাপক ওই মাদ্রাসার সভাপতিকে বিষয়টি অবহিত করলে তিনি বলেন, ‘আমি কোনো চেক পাঠাইনি।’ তখন তিনি দশমিনা থানা-পুলিশকে অবহিত করলে ওই দিন বিকেলে সুপার মোশারফ হোসেনকে থানায় নিয়ে আসা হয়। 

মাদ্রাসা উন্নয়নের টাকা আত্মসাৎ এবং সভাপতির স্বাক্ষর জাল করায় আজ দুপুরে অত্র মাদ্রাসার সুপারের বিরুদ্ধে সভাপতি থানায় মামলা করেন। 

মাদ্রাসা সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনা এই প্রথম না। সুপার এর আগে ১৫-১৬টি চেকের পাতায় আমার স্বাক্ষর জাল করে মাদ্রাসার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। এটি চরম দুর্নীতি। এ জন্য আমি মামলা করেছি।’ 

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মামলায় মাদ্রাসা সুপারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম