হোম > সারা দেশ > বরিশাল

মেহেন্দিগঞ্জ আ. লীগে অন্তর্কোন্দল, ৩ পক্ষের পৃথক ইফতার

বরিশাল প্রতিনিধি

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় কোন্দল আবারও সামনে এসেছে। তারই জের ধরে ইফতার মাহফিল নিয়ে ক্ষমতাসীন দলে পাল্টাপাল্টি অবস্থান নেওয়ায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার এ ঘটনায় উপজেলার উলানিয়ায় আওয়ামী লীগের পৃথক ৩টি ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের বিরোধীদের সহায়তায় একদল নারী সকালে উলানিয়াতে ঝাড়ু হাতে মিছিল বের করে উসকানিমূলক স্লোগান দেয়। এমন উত্তপ্ত পরিস্থিতির মুখে সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পঙ্কজ দেবনাথ বুধবার উলানিয়া মুজাফফর খান ডিগ্রি কলেজে তাঁর অনুসারীদের আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দেন। এমপি অনুসারীদের ইফতার আয়োজনের মুখে এমপি বিরোধী নেতা-কর্মীরা উলানিয়া হাইস্কুল মাঠে পাল্টা ইফতার পার্টির আয়োজন করেন। ছাড়া, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র কামাল যদ্দিন খানের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে পৃথক ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। কামাল খানসহ এ ইফতার পার্টির আয়োজনকারীরা পঙ্কজ দেবনাথ বিরোধী গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন।

বুধবার কামাল যদ্দিন খানের উদ্যোগে আয়োজিত ইফতার পার্টিতে যোগ দেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ, ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

এমপি বিরোধী নেতা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উত্তর উলানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল হোসেন মোল্লা বলেন, ‘তাদের (পঙ্কজ দেবনাথের) অনুসারী নেতা–কর্মীরা ছড়িয়ে ছিটিয়ে থাকলে এমপি অনুসারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়তে পারেন। তাই তাদের এক জায়গায় রাখতে হাইস্কুল মাঠে ইফতার পার্টির আয়োজন করেন।’ এ সময় তিনি স্বীকার করেন একদল মহিলা উলানিয়ায় ঝাড়ু মিছিল করেছে। 

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু