হোম > সারা দেশ > বরিশাল

মাহফিল থেকে ফেরার পথে দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ 

বেতাগী ও বরগুনা প্রতিনিধি

বরগুনার বেতাগীতে মাহফিল থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে বেতাগী-বরগুনা আঞ্চলিক মহাসড়কের খানের হাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের কালিকাবাড়ী এলাকার কবির হোসেনের ছেলে ইয়াসিন আরাফাত (১১), মোকামিয়া ইউনিয়নের বড় মোকামিয়া গ্রামের মো. রফিক মৃধার ছেলে রাব্বি মৃধা (১৭) এবং একই এলাকার মো. আল আমিনের ছেলে মো. সিয়াম (১৭)। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত তিনজন উপজেলার মোকামিয়া দরবার শরিফের মাহফিল শেষে মোটরসাইকেলে করে নিজেদের বাড়ির উদ্দেশে রওনা দেয়। রাত সোয়া ১২টার দিকে পার্শ্ববর্তী খানের হাট এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশে ডোবায় ছিটকে পড়ে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের ডোবা থেকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাদের বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে তিনজনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসক তাদের তিনজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে, প্রাথমিকভাবে এমনটাই ধারণা করা হচ্ছে বলে জানান বেতাগী থানার ওসি।

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ