হোম > সারা দেশ > বরিশাল

কলাপাড়ায় লক্ষ্মীপ্যাঁচা উদ্ধারের পর অবমুক্ত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় একটি লক্ষ্মীপ্যাঁচা উদ্ধারের পর অবমুক্ত করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যার পরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমীরাবাদ গ্রাম থেকে আবুল বশার মুন্সী (৫৫) নামের এক ব্যক্তি প্যাঁচাটি উদ্ধার করেন। পরে এনিমেল লাভার্স অব কলাপাড়া শাখার সদস্যদের খবর দিলে তাঁরা এসে প্রাথমিক চিকিৎসা শেষে রাত ৯টায় পাখিটিকে ওই গ্রামেই অবমুক্ত করেন। কলাপাড়া উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুল হক মনি বিষয়টি নিশ্চিত করেন। 

লক্ষ্মীপ্যাঁচাদের ডানা লম্বাটে ও সোনালি-ধূসর। মুখমণ্ডল হৃৎপিণ্ড আকৃতির ও সাদা। তবে তাতে হালকা হলদেটে-লাল আভা আছে। এদের চোখ বড় বড়। লক্ষ্মীপ্যাঁচার বৈজ্ঞানিক নাম টয়টো আলবা। ওজনে দুই কেজির মতো হয়। এটি একটি নিশাচর প্রাণী বলে জানান এনিমমেল লাভারস অব পটুয়াখালীর সদস্যরা। 

এনিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সভাপতি রাকায়েত হোসেন বলেন, ‘একটি জালে আটকা পড়েছিল প্যাঁচাটি। সেখান থেকে আবুল বশার মুন্সী নামে এক ব্যক্তি উদ্ধার করেন। খবর পেয়ে পাখিটাকে প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের সদস্যদের সঙ্গে নিয়ে আমীরাবাদ গ্রামেই অবমুক্ত করি। 

কলাপাড়া উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুল হক মনি বলেন, ‘এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা এই প্যাঁচা উদ্ধার করে অবমুক্ত করেছে। আমরা বন বিভাগ সব সময় তাদের সহযোগিতা করে থাকি।’

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ