হোম > সারা দেশ > বরিশাল

কলাপাড়ায় লক্ষ্মীপ্যাঁচা উদ্ধারের পর অবমুক্ত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় একটি লক্ষ্মীপ্যাঁচা উদ্ধারের পর অবমুক্ত করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যার পরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমীরাবাদ গ্রাম থেকে আবুল বশার মুন্সী (৫৫) নামের এক ব্যক্তি প্যাঁচাটি উদ্ধার করেন। পরে এনিমেল লাভার্স অব কলাপাড়া শাখার সদস্যদের খবর দিলে তাঁরা এসে প্রাথমিক চিকিৎসা শেষে রাত ৯টায় পাখিটিকে ওই গ্রামেই অবমুক্ত করেন। কলাপাড়া উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুল হক মনি বিষয়টি নিশ্চিত করেন। 

লক্ষ্মীপ্যাঁচাদের ডানা লম্বাটে ও সোনালি-ধূসর। মুখমণ্ডল হৃৎপিণ্ড আকৃতির ও সাদা। তবে তাতে হালকা হলদেটে-লাল আভা আছে। এদের চোখ বড় বড়। লক্ষ্মীপ্যাঁচার বৈজ্ঞানিক নাম টয়টো আলবা। ওজনে দুই কেজির মতো হয়। এটি একটি নিশাচর প্রাণী বলে জানান এনিমমেল লাভারস অব পটুয়াখালীর সদস্যরা। 

এনিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সভাপতি রাকায়েত হোসেন বলেন, ‘একটি জালে আটকা পড়েছিল প্যাঁচাটি। সেখান থেকে আবুল বশার মুন্সী নামে এক ব্যক্তি উদ্ধার করেন। খবর পেয়ে পাখিটাকে প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের সদস্যদের সঙ্গে নিয়ে আমীরাবাদ গ্রামেই অবমুক্ত করি। 

কলাপাড়া উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুল হক মনি বলেন, ‘এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা এই প্যাঁচা উদ্ধার করে অবমুক্ত করেছে। আমরা বন বিভাগ সব সময় তাদের সহযোগিতা করে থাকি।’

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে