হোম > সারা দেশ > ঝালকাঠি

১৩ মাস পরে ভাতা পেলেন রাজাপুরের ৫৭ চৌকিদার

প্রতিনিধি

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে ৬ ইউনিয়নের ৫৭ জন চৌকিদার ১৩ মাস হাজিরা ভাতা পায়নি। এমন পরিস্থিতিতে পরিবার নিয়ে তাঁদের মানবেতর জীবন কাটাতে হয়েছে। এ বিষয়ে চৌকিদারদের একাধিকবার আবেদনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোক্তার হোসেনের হস্তক্ষেপে গতকাল বৃহস্পতিবার তাঁদের বকেয়া ভাতা পরিশোধ করা হয়েছে।

আনোয়ার, শহীদ, হাবিব ও লাকসুসহ বেশ কয়েকজন চৌকিদার বলেন, নির্ধারিত দায়িত্ব ছাড়াও গ্রাম পুলিশের সদস্যরা অতিরিক্ত দায়িত্ব হিসেবে অনেক সময় উপজেলা প্রশাসন ও পুলিশের বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেন। তবে ১৩ মাস ধরে না পাওয়া ভাতা পেতে দীর্ঘদিন ধরে প্রশাসনের দ্বারে-দ্বারে ঘুরলেও কোন সুরাহা হয়নি। অবশেষে ইউএনও বিষয়টিকে গুরুত্ব সহকারে অনুধাবন করে ভাতা পাওয়ার ব্যবস্থায় এগিয়ে আসেন। এজন্য চৌকিদাররা ইউএনওকে ধন্যবাদ জানান।

দীর্ঘ ১৩ মাসের বকেয়া হাজিরা ভাতা একবারে পেয়ে চৌকিদাররা খুব খুশি। এ টাকা পাওয়ায় করোনা পরিস্থিতি, রমজান ও ঈদকে ঘিরে তাঁদের বেশ উপকার হলো। গত ১৩ মাসের মানবেতর জীবনের কথা বলতে গিয়ে কেঁদে ফেলা চৌকিদাররাও সন্তুষ্টি প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, পর্যাপ্ত অর্থ বরাদ্ধ না থাকায় উপজেলার ৬টি ইউনিয়নের ৫৭ জন চৌকিদারের ১৩ মাসের হাজিরা ভাতা বাবদ প্রায় ২২ লাখ টাকা বকেয়া ছিলো। মাসিক প্রায় ৩ হাজার টাকা হিসেবে প্রত্যেক চৌকিদার সাড়ে ৩৮ হাজার টাকা পেয়েছেন।

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে