হোম > সারা দেশ > ঝালকাঠি

১৩ মাস পরে ভাতা পেলেন রাজাপুরের ৫৭ চৌকিদার

প্রতিনিধি

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে ৬ ইউনিয়নের ৫৭ জন চৌকিদার ১৩ মাস হাজিরা ভাতা পায়নি। এমন পরিস্থিতিতে পরিবার নিয়ে তাঁদের মানবেতর জীবন কাটাতে হয়েছে। এ বিষয়ে চৌকিদারদের একাধিকবার আবেদনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোক্তার হোসেনের হস্তক্ষেপে গতকাল বৃহস্পতিবার তাঁদের বকেয়া ভাতা পরিশোধ করা হয়েছে।

আনোয়ার, শহীদ, হাবিব ও লাকসুসহ বেশ কয়েকজন চৌকিদার বলেন, নির্ধারিত দায়িত্ব ছাড়াও গ্রাম পুলিশের সদস্যরা অতিরিক্ত দায়িত্ব হিসেবে অনেক সময় উপজেলা প্রশাসন ও পুলিশের বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেন। তবে ১৩ মাস ধরে না পাওয়া ভাতা পেতে দীর্ঘদিন ধরে প্রশাসনের দ্বারে-দ্বারে ঘুরলেও কোন সুরাহা হয়নি। অবশেষে ইউএনও বিষয়টিকে গুরুত্ব সহকারে অনুধাবন করে ভাতা পাওয়ার ব্যবস্থায় এগিয়ে আসেন। এজন্য চৌকিদাররা ইউএনওকে ধন্যবাদ জানান।

দীর্ঘ ১৩ মাসের বকেয়া হাজিরা ভাতা একবারে পেয়ে চৌকিদাররা খুব খুশি। এ টাকা পাওয়ায় করোনা পরিস্থিতি, রমজান ও ঈদকে ঘিরে তাঁদের বেশ উপকার হলো। গত ১৩ মাসের মানবেতর জীবনের কথা বলতে গিয়ে কেঁদে ফেলা চৌকিদাররাও সন্তুষ্টি প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, পর্যাপ্ত অর্থ বরাদ্ধ না থাকায় উপজেলার ৬টি ইউনিয়নের ৫৭ জন চৌকিদারের ১৩ মাসের হাজিরা ভাতা বাবদ প্রায় ২২ লাখ টাকা বকেয়া ছিলো। মাসিক প্রায় ৩ হাজার টাকা হিসেবে প্রত্যেক চৌকিদার সাড়ে ৩৮ হাজার টাকা পেয়েছেন।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ