হোম > সারা দেশ > বরগুনা

বেতাগীতে ১০ গ্রামে ঈদুল আজহা উদ্‌যাপন

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

সৌদি আরবের সঙ্গে মিল রেখে এক দিন আগেই বরগুনার বেতাগী উপজেলার ১০ গ্রামে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন করা হচ্ছে। আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার বকুলতলী গ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন হাফেজ মো. রমজান আলী। এই নামাজে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। 

এ নিয়ে জানতে চাইলে ইমাম মো. রমজান আলী আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিবছরের মতো এবারও আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা পালন করছি। আমরা ঈদুল ফিতরও পালন করি এক দিন আগে। আজ সকাল ৮টার দিকে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আমি ঈদের নামাজ পড়াই।’ 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় শতবর্ষ আগ থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বেতাগী উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুরা, খোন্তাকাটা, গ্রেদ লক্ষ্মীপুরা ও কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলী এলাকার প্রায় ১০ গ্রামের চিশতিয়া কাদেরীয়া সম্প্রদায়ের কয়েক হাজার অনুসারী অগ্রিম রোজা, অগ্রিম ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করছেন। প্রথম দিকে মুসল্লির সংখ্যা কম থাকলেও প্রতিবছরই এ সংখ্যা বাড়ছে। 

সদর ইউনিনের খোন্তাকাটা গ্রামের বাসিন্দা আলী আহম্মদ আকন বলেন, ‘ছোটবেলা থেকেই মা-বাবা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও দুই ঈদ উদ্‌যাপন করছি। এখনো সে নিয়মই চলছে।’ 

বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলার কয়েকটি গ্রামের মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবছরই দুই ঈদ পালন করেন।’ 

 

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ