হোম > সারা দেশ > পটুয়াখালী

দশমিনায় জেলেদের চাল আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনায় মো. নজির সরদার নামের এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে কবির হোসেন নামের এক জেলে আজ বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত অক্টোবরের মাঝামাঝি সময়ে উপজেলার চর বোরহান ইউনিয়নের জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়। ওই ইউনিয়নের প্রায় ১৩ শ জেলের বিপরীতে ২৫ কেজি করে প্রায় ৩২ হাজার ৫০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। ইউপি চেয়ারম্যান নজির সরদার প্রকৃত জেলেদের বাদ দিয়ে তাঁর ভাতিজা বশির সরদার, জসিম সরদার, জহিরুল সরদারসহ আত্মীয়স্বজনের নামে চাল আত্মসাৎ করেন।

কবির হোসেন লিখিত অভিযোগে দাবি করেন, চাল বিতরণে জেলেদের তালিকায় তাঁর যে স্বজনদের দেখানো হয়েছে, তাঁরা কেউ জেলে নন। ওই জেলে আরও দাবি করেন, জেলেদের মাস্টার রোলে ভুয়া টিপসই নেওয়া হয়েছে। এসব অনিয়মের প্রতিবাদ করলে ভয়ভীতি দেখান চেয়ারম্যান।

তবে অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান নজির সরদার দাবি করেন, ‘আমার কোনো আত্মীয়স্বজনের নাম তালিকায় নেই। চাল বিতরণে অনিয়ম হয়নি। কর্মকর্তাদের উপস্থিতিতে চাল বিতরণ করা হয়। তা ছাড়া এ বিষয়ে ভয়ভীতির অভিযোগও সত্য নয়।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা নাজ নীরা আজকের পত্রিকাকে বলেন, ‘একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা