হোম > সারা দেশ > পটুয়াখালী

সাবেক এমপি হেলেন ও দুই ছেলের বিদেশগমনে নিষেধাজ্ঞা

পটুয়াখালী প্রতিনিধি

কাজী কানিজ সুলতানা হেলেন ও তাঁর দুই ছেলে। ছবি:সংগৃহীত

পটুয়াখালী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেনের বিদেশগমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাঁর দুই ছেলে তাজ হোসেন তালুকদার ও মাহিন হোসেন তালুকদারও এই নিষেধাজ্ঞার আওতায় আছেন।

সদর থানায় করা মামলার তদন্ত কর্মকর্তা মো. খায়রুল আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইমরান আহমেদ এই আদেশ দেন।

পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মজিবুর রহমান টোটন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মামলায় ২৮ মে পুলিশ প্রতিবেদন পাওয়ার জন্য দিন ধার্য আছে। মামলার তদন্ত কর্মকর্তা খায়রুল এই মামলার পলাতক আসামিদের বহির্গমন রোধে আদালতে আবেদন করেছিলেন।

তদন্ত কর্মকর্তার আবেদনসহ মামলার নথি পর্যালোচনা করে পিপি মজিবুর জানান, মামলার পলাতক আসামি হেলেন, তাজ ও মাহিনের যেকোনো সময় দেশত্যাগের সম্ভাবনা আছে। তা করলে মামলার তদন্ত কার্যক্রম বাধাপ্রাপ্ত এবং বিচার প্রক্রিয়া বিলম্বিত হবে। তাই সার্বিক বিবেচনায় তদন্ত কর্মকর্তার আবেদন আদালতে মঞ্জুর করে আসামিদের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে আদালত উল্লেখ করেছেন।

আদেশের অনুলিপি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত মহাপরিদর্শক, পটুয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দেওয়া হয়েছে।

উল্লেখ, সরকারি কম্বল আত্মসাতের অভিযোগে ১০ ফেব্রুয়ারি সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে হেলেন ও তাঁর দুই ছেলের বিরুদ্ধে মামলা হয়।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা