হোম > সারা দেশ > বরিশাল

কেজি দরে তরমুজ বিক্রি, ৬ ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বেশি মুনাফার লোভে পিস হিসেবে কিনে কেজি দরে তরমুজ বিক্রির অভিযোগে ৬ ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে বরিশাল নগরের চৌমাথা বাজারে ফলের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র এবং সহকারী পরিচালক সাফিয়া সুলতানা অভিযানে অংশ নেন। র‍্যাব-৮ এর একটি দল তাঁদের সহযোগিতা করে।

সহকারী পরিচালক সুমি রানী মিত্র বলেন, বুধবার দুপুরে চৌমাথা বাজারে অভিযান চালিয়ে খুচরা তরমুজ বিক্রেতা মো. সোহাগকে ৫ হাজার, শামীম হোসেনকে ৫ হাজার, মো. মামুনকে ২ হাজার, আবুল কালামকে ১০ হাজার, মিলন মিয়াকে ৫ হাজার এবং জয়লালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই ৬ তরমুজ বিক্রেতা স্বীকার করেছেন তাঁরা পিস হিসেবে তরমুজ কিনে কেজি হিসেবে বিক্রি করছিলেন।

সুমি রানী মিত্র আরও বলেন, পিস হিসেবে তরমুজ কিনে কেজি হিসেবে বিক্রি করলে একটি তরমুজে শতভাগেরও বেশি দাম পড়ে যায়। এতে ক্রেতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। আসন্ন রমজান মাসে তরমুজের চাহিদা বৃদ্ধি পাবে। তখন যাতে খুচরা বিক্রেতারা কেজি দরে তরমুজ বিক্রি করতে না পারেন সে জন্য তরমুজের খুচরা বাজারে নজরদারি জোরদার করা হবে।

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা

২৫ ঘণ্টায় ২২ লাখ টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ